For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাপটের সঙ্গে ভাইজ্যাক ওডিআই জিতে সিরিজে ফিরল ভারত, ইতিহাসের পাতায় কুলদীপ

ওয়েস্ট ইন্ডিজকে ভাইজ্যাক ওডিআইয়ে হারিয়ে সিরিজে প্রত্যাবর্তন করল ভারত। সিরিজের ফল এখন ১-১

  • |
Google Oneindia Bengali News

কুলদীপের হ্যাটট্রিক ও মহম্মদ শামির আগুনে বোলিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়ে ভাইজ্যাক ওডিআই জিতে নিল ভারত।

প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেট হারিয়ে এদিন স্কোরবার্ডে ৩৮৭ রানের পাহাড় তোলে মেন ইন ব্লু। যার জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানে বেধে রাখল ভারতীয় বোলিং ইউনিট। ওপেনিংয়ে ১৫৯ রান হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা।

দ্বিতীয় ওডিআই জিতে ১-১ ব্যবধানে সিরিজে প্রত্যাবর্তন করল কোহলি অ্যান্ড কোম্পানি। ২২ ডিসেম্বর রবিবার কটকের বরাবটি স্টে়ডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নামবে দুই দল।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> beat West Indies by 107 runs in the 2nd ODI🙌<a href="https://twitter.com/hashtag/INDvWI?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvWI</a> <a href="https://t.co/T1JpTbWAzm">pic.twitter.com/T1JpTbWAzm</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1207330543714484224?ref_src=twsrc%5Etfw">December 18, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ওয়েস্ট ইন্ডিজ দলের রান চেজ

ওয়েস্ট ইন্ডিজ দলের রান চেজ

৩৮৮ রান তাড়া করতে নেমে এদিন ওয়েস্ট ইন্ডিজ দলে দারুণ ব্যাটিং করেছে। সাই হোপ ৮৫ বলে ৭৮ রান করেন। মিডল অর্ডারে নিকোলাস পুরান ৪৭ বলে ৭৫ করেছেন। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রানে থামে।

শামির ২ বলে ২ উইকেট

শামির ২ বলে ২ উইকেট

ম্যাচের ৩০ তম ওভারে বিধ্বংসী ফর্মে থাকা নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডকে(০) পর পর দুই বলে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ম্যাচে মোট ৩টি উইকেট নিয়েছেন শামি।

কুলদীপের হ্যাটট্রিক

কুলদীপের হ্যাটট্রিক

৩৩তম ওভারের চতুর্থ বলে সাই হোপকে বাউন্ডারি রোপের সামনে কোহলির হাতে ক্যাচ করান। ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন হোপ। ইনিংস সাজানো ৭টি চার ও ৩টি ছয় দিয়ে। পরের বলে জেসন হোল্ডারকে আউট করেন কুলদীপ। এক্ষেত্রে উইকেটের পিছনে দারুণ স্টাম্পিং করেন ঋষভ পন্থ। হোল্ডার আউট হন ১১ রানে। ওভারের শেষ বলে অনভিজ্ঞ আলজারি জোসেফ স্লিপে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আলজারি কেদারের হাতে জমা পড়তেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কুলদীপ। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এটি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক।

English summary
ind beat wi by 107 runs in 2nd odi, level series by 1-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X