For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশেও বাধা করোনা ভাইরাস! কী বলছে রিপোর্ট

আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশেও বাধা করোনা ভাইরাস! কী বলছে রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাবের দিকে থেকে ভারতের থেকে কিছুটা হলেও ভালো জায়গায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তাই এ বছরের আইপিএল সেই দেশেই সরিয়ে নিয়ে গিয়েছে বিসিসিআই। তবে তাতেও শান্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের। উল্টে আরবেও করোনা ভাইরাসের প্রভাব আচমকা বেড়ে যাওয়ায় বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারছে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

আবু ধাবিতে করোনার প্রভাব বৃদ্ধি

আবু ধাবিতে করোনার প্রভাব বৃদ্ধি

সংযুক্ত আরব আমিরশাহী সরকার তাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণ বলে দাবি করলেও এ সংক্রান্ত অন্য খবর পাওয়া যাচ্ছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, আচমকাই আবু ধাবিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এই অবস্থায় ওই শহরে আইপিএলের ম্যাচ আয়োজন করা কতটা সঠিক হবে, বিসিসিআই তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

আইপিএলের সূচি প্রকাশে দেরি

আইপিএলের সূচি প্রকাশে দেরি

আবু ধাবিতে আচমকা করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারছে না বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই অবস্থায় আবু ধাবিতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা আমিরশাহী সরকারের কাছে জানতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখান থেকে সবুজ সংকেত মিললে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে রিপোর্টে বলা হয়েছে।

আবু ধাবি রয়েছে কোন কোন দল

আবু ধাবি রয়েছে কোন কোন দল

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টে অংশ নিতে সবকটি দল আরবে পৌঁছে গিয়েছে। ছটি দল উঠেছে দুবাইতে। অন্যদিকে আবু ধাবিতে রয়েছেন কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা।

সূচি প্রকাশ না হওয়ার অন্য কারণ

সূচি প্রকাশ না হওয়ার অন্য কারণ

আইপিএল শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে চলা দুই দেশের ক্রিকেটাররা ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছতে পারেন বলে খবর। সেক্ষেত্র করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বায়ো সিকিওর পরিবেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরও আইপিএল খেলার জন্য স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ইয়ন মর্গ্যানদের কোয়ারেন্টাইন বিধি পালন করতে হবে কিনা, সে ব্যাপারে বিসিসিআই সিদ্ধান্ত নিতে পাারেনি বলে খবর। করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের আমিরশাহীতে কোয়ারেন্টাইন বিধি মানতে হলে তাঁরা এক সপ্তাহ আইপিএল খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়া যে যে দল দুই দেশের ক্রিকেটারদের ওপর নির্ভরশীল, তাদের ম্যাচে পরে ফেলা যায় কিনা, তা নিয়ে বিসিসিআইয়ের অন্দরে আলোচনা চলছে বলে খবর।

 আইসিসি ক্রম তালিকার পুরনো জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত, উঠলেন অ্যান্ডারসন আইসিসি ক্রম তালিকার পুরনো জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত, উঠলেন অ্যান্ডারসন

English summary
Increase of COVID-19 cases in Abu Dhabi is the reason of IPL 2020 schedule announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X