For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে কতবার প্লে-অফে পৌঁছেছে ২ বারের চ্যাম্পিয়ন কেকেআর, কী বলছে পরিসংখ্যান?

আইপিএলে কতবার প্লে-অফে পৌঁছেছে ২ বারের চ্যাম্পিয়ন কেকেআর, কী বলছে পরিসংখ্যান?

  • |
Google Oneindia Bengali News

হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আইপিএল ২০২০ থেকে কার্যত ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টুর্নামেন্টের নক আউটে পৌঁছতে হলে অবশিষ্ট এক ম্যাচ জেতার পাশাপাশি বাকি দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে ইয়ন মর্গ্যান শিবিরকে। সেসব জটিল সমীকরণ কষার আগে দেখে নেওয়া যাক ২০০৮ থেকে এখনও পর্যন্ত কতবার আইপিএলের প্লে-অফে পৌঁছেছে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআর।

২০১১ সালের আইপিএল

২০১১ সালের আইপিএল

প্রথমবার সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াই দল নামিয়েছিল কেকেআর। নতুন অধিনায়ক গৌতম গম্ভীরের নেতৃত্বে ওই আইপিএলে বেশ ভালই পারফর্ম করে নাইট শিবির। দশ দলের প্রতিযোগিতায় ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছেছিল কেকেআর। যদিও এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিলেন গৌতিরা।

২০১২ সালের আইপিএল

২০১২ সালের আইপিএল

গৌতম গম্ভীর নেতৃত্বাধীন কেকেআর ২০১২ সালের আইপিএলে দারুণ পারফরম্যান্স দিয়েছিল। ৯ দলের প্রতিযোগিতায় ১৬ ম্যাচের ১০টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছিল শাহরুখ খান শিবির। ফাইনালে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল খেতাব হাতে তুলেছিল কেকেআর। সেটাই ছিল প্রথম।

২০১৪ সালের আইপিএল

২০১৪ সালের আইপিএল

১৪ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দলল হিসেবে আইপিএলে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স। আরও একবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল গৌতম গম্ভীর নেতৃত্বাধীন দল। ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য আইপিএল খেতা ঘরে তুলেছিল কেকেআর।

২০১৬ সালের আইপিএল

২০১৬ সালের আইপিএল

গৌতম গম্ভীরের নেতৃত্বে চতুর্থ বারের জন্য আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল কেকেআর। যদিও এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল নাইট রাইডার্স।

২০১৭ সালের আইপিএল

২০১৭ সালের আইপিএল

১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০১৭ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি গৌতম গম্ভীরের দল। সেবার তৃতীয় স্থানে শেষ করেছিল কেকেআর।

২০১৮ সালের আইপিএল

২০১৮ সালের আইপিএল

দীনেশ কার্তিকের নেতৃত্বে ২০১৮ সালের আইপিএলের নক আউট স্তরে পৌঁছেছিল কেকেআর। সেবারও তৃতীয় হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল শাহরুখ খানের দলকে।

English summary
In which year Kolkata Knight Riders has qualifed for play-off of IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X