For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Umpiring Howler: জঘন্য আম্পায়ারিং-এর শিকার বাংলাদেশ, ব্যাটের সঙ্গে বল লাগলেও এলবিডাব্লিউ ঘোষণা আম্পায়ারের

Umpiring Howler: জঘন্য আম্পায়ারিং-এর শিকার বাংলাদেশ, ব্যাটের সঙ্গে বল লাগলেও এলবিডাব্লিউ ঘোষণা আম্পায়ারের

Google Oneindia Bengali News

যে কোনও ক্রিকেট ম্য়াচের মান বেড়ে যায় যদি দায়িত্বে থাকেন দক্ষ আম্পায়ার। কারণ বেশ কিছু ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তই ম্যাচে গতি প্রকৃতি বদলে দেয়। খেলায় যেই আম্পায়রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই যদি অজস্র ভুল করেন তা হলে সেই খেলা নিম্ন মানের তো হয়ই পাশাপাশি ওই টুর্নামেন্টও নিম্নমানের হয়। চলতি টি ২০ বিশ্বকাপে আরও এক আম্পারিং ত্রুটির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

শাকিবের আউট ঘিরে বিতর্ক:

শাকিবের আউট ঘিরে বিতর্ক:

শাকিব আল হাসানের আউটকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়ে গেল। আবার চোখের সামনে উঠে এল অদক্ষ, জঘন্য আম্পায়ারিং-এর উদাহরন। ব্যাটের সঙ্গে বলের সংস্পর্শের পরেও আউট ঘোষণা করে দিলেন আম্পায়ার। এমনিতেই জঘন্য আম্পায়ারিং প্রায় প্রতিটা ম্যাচেই হয়ে চলেছে চলতি বিশ্বকাপে। ভারত বনাম পাকিস্তান, ভারত বনাম বাংলাদেশ ম্যাচে নিকৃষ্ট মানে আম্পারদের আম্পারিং-এর সাক্ষী থেকে ক্রিকেট বিশ্ব।

কী ঘটেছিল:

বাংলাদেশের ইনিংসের ১০.৪ ওভারে ফিরে যান সৌম্য সরকার। ক্রিজে আসেনশাকিব আল হাসান। পাক স্পিনার শাদাব খানের স্লো ফুলটস শাকিব ডিফেন্স করতে গেলে তা ব্যাটে লেগে প্যাডে লাগে। পাক বোলার আউটের আবেদন করলে আঙুল উপরে তুলে বাংলাদেশের অধিনায়ককে আউট ঘোষণা করে দেন অনফিল্ড আম্পায়ার। শাবিক এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি ডিআরএস নেন। ডিআরএস-এ স্পষ্ট ভাবে দেখা যায় ব্যাটের কোনায় লেগে তবেই বল প্যাডে গিয়ে লাগে। কিন্তু 'অন্ধ' থার্ড আম্পায়ার জানান শাকিবের ব্যাট এবং বলের কোনও সংস্পর্শই হয়নি, স্টিকো মিটারে যা ধরা পড়েছে তা ব্যাট মাটি লাগার ফলে তৈরি হয়েছে। হবহু নট আউটকে আউট করে দেওয়াটা বিশ্বাস করতে পারেনি শাকিব। ধারাভাষ্যকাররাও আম্পায়ারের এই সিদ্ধান্ত বিশ্বস করতে পারছিলেন না।

চলতি বিশ্বকাপেই পাঁচ বলে ওভার ঘোষণা করেন আম্পায়ার:

চলতি বিশ্বকাপেই পাঁচ বলে ওভার ঘোষণা করেন আম্পায়ার:

নিকৃষ্ট মানের আম্পায়ারিং বহু ম্যাচেই দেখা গিয়েছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসে পাঁচ বলে ওভার কল করেন আম্পায়ার। পাঁচ বল হওয়ার পরই ওভার ঘোষণা করেন তিনি। উন্নতি প্রযুক্ত, তৃতীয় আম্পায়ার এবং অনফিল্ডে থাকা আরও একট আম্পায়ার থাকা স্বত্ত্বেরও সবার নজর কী ভাবে এড়িয়ে গেল সেটাই বড় প্রশ্ন।

এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে দুই দলের ভাগ্য:

এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে দুই দলের ভাগ্য:

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের উপর নির্ভর করছে দুই দলের বিশ্বকাপ ভাগ্য। যে দল জিতবে সেই দলই পৌঁছে যাবে সেমিফাইনালে। এমন অবস্থায় শাকিবের মতো অলরাউন্ডারকে বিতর্কিত আউট দেওয়ায় তা বড় সমস্যা তৈরি করে বাংলাদেশের জন্য। কারণ শাকিব আউট হওয়ার পর পরই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ১২৭/৮।

English summary
In Spite bat on ball, umpires gives out to Shakib Al Hasan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X