For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইউনিসেফের উদ্যোগে সামিল

করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইউনিসেফ-কে আর্থিক সাহায্য

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এবার ভারতের পাশে দাঁড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া। ইউনিসেফের তহবিলে টাকা জমা দিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের ক্রিকেট বোর্ড। এই টাকা ভারতে অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা রোগীদের উপকারে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ইউনিসেফ অস্ট্রেলিয়ার সঙ্গে হাতে মিলিয়ে ভারতের জন্য তহবিল সংগ্রহের কাজও শুরু করেছে সিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক সাহায্য

ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক সাহায্য

করোনা ভাইরাসে প্রায় বিপর্যস্ত ভারতকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এডুকেশন ফান্ড বা ইউনিসেফ। তারা অতিমারীর প্রবল স্রোতে নাজেহাল হয়ে যাওয়া ভারতের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করেছে। তাতে ক্রিকেট অস্ট্রেলিয়া ৫০ হাজার ডলার বা ৩৭ লক্ষের কিছু বেশি টাকা জমা করেছে। এই অর্থ ভারতে মুমুর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহে খরচ হবে বলে জানানো হয়েছে।

ইউনিসেফ অস্ট্রেলিয়ার পাশে

ইউনিসেফ অস্ট্রেলিয়ার পাশে

করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোতে লন্ডভন্ড হয়ে যাওয়া ভারতের জন্য অর্থ সংগ্রহে জুটেছে ইউনিসেফ অস্ট্রেলিয়া। সে দেশের নাগরিকরা ওই তহবিলে মুক্তহস্তে দান করছেন বলে জানানো হয়েছে। এবার সেই উদ্যোগের প্রচারে সামিল হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে পেয়েছে সিএ।

পথ দেখিয়েছেন কামিন্স, লিগ

পথ দেখিয়েছেন কামিন্স, লিগ

করোনায় নাজেহাল ভারতের পাশে প্রথম দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স। একই পথে হেঁটে ভারতকে আর্থিক সাহায্য করেছেন ব্রেট লি। তাতে উদ্বুদ্ধ হয়ে অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে দাঁড়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেট মিডিয়া।

ভারতের পাশে ভারত

ভারতের পাশে ভারত

এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের পাশে দাঁড়ানোর সুযোগ ছাড়েননি ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্বরা। আইপিএল চলাকালীন দেশের মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জয়দেব উনাদকাট, শেলডন জ্যাকসন, শ্রীবৎস গোস্বামীর মতো ক্রিকেট তারকারা। ভারতকে আর্থিক সাহায্য প্রদান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান।

English summary
In a tough situation Cricket Australia comes with help for coronavirus affected India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X