For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-‌পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কী বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?‌

সেই চরম মুহূর্তের অপেক্ষায় প্রহর গুণছে ভারত। ওপারেও একই অবস্থা। ইতিমধ্যেই ম্যানচেস্টারের ট্রাফোর্ডে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জমায়েত করতে শুরু করে দিয়েছেন ভারত- পাকিস্তানের সমর্থকরা।

Google Oneindia Bengali News

সেই চরম মুহূর্তের অপেক্ষায় প্রহর গুণছে ভারত। ওপারেও একই অবস্থা। ইতিমধ্যেই ম্যানচেস্টারের ট্রাফোর্ডে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জমায়েত করতে শুরু করে দিয়েছেন ভারত- পাকিস্তানের সমর্থকরা। চরমে প্রায় উত্তেজনার পারদ। এই চরম মুহূর্তে নিজের পাক ক্রিকেট দলকে কী বললেন প্রধানমন্ত্রী ইমরান খান?‌ নিজের টুইটারেই সেকথা লিখেছেন ইমরান। নিজেও এক সময় দক্ষ ক্রিকেটার ছিলেন। অধিনায়কের পদও সামলেছেন। ভারতের সঙ্গে একাধিক ক্রিকেট ম্যাচও খেলেছেন তিনি।

ভারত-‌পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কী বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?‌

পাকিস্তানে যে ক্রিকেটারদের জনপ্রিয়তা রয়েছে ভারতে তার মধ্যে ইমরান অন্যতম। সেই অভিজ্ঞতার সুবাদেই আড এই চরম মুহূর্তে দেশের দলকে ইমরান বলেছেন, '‌ম্যাচের আসল খেলা মাঠের থেকেও অনেক বেশি মস্তিস্কের। মনসিক চাপের মধ্যেও যে দল যতটা বেশি ভারসাম্য বজায় রাখতে পারবে জয় তাঁদেরই হবে। আমি যখন ক্রিকেট খেলতাম তখন খেলার দক্ষতা ছিল ৭০ শতাংশ আর মানসিক চাপে জয় করতাম ৩০ শতাংশ। কিন্তু যখন খেলা শেষ করতাম তখন দক্ষতা এবং মানসিক চাপ দুটোই থাকত সমান সমান।

কিন্তু এখন স্বীকার করতে বাঁধা নেই মানসিক চাপ নেওয়ার ক্ষমতায় গাভাস্কার অনেক বেশি এগিয়ে ছিল। ৬০ শতাংশ মানসিক চাপ নেওয়ার দক্ষতা ছিল ওঁর। বাকি ৪০ শতাংশ ছিল খেলার দক্ষতা। আজ সেই ৬০ শতাংশ মানসিক চাপ নেওয়ার দক্ষতা দেখাতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। তবেই জয় সহজ হবে।'‌ তবে সরফরাজের মতো একজন দক্ষ ক্রিকেটারের অধিনায়কত্বে দল ভাল খেলবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
খেলার ঠিক আগের মুহূর্তে পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তনের পরামর্শ কতটা গ্রহণ করবেন সরফরাজরা সেটাই এখন দেখার।

English summary
Imran Khan tweet to Pakistan Cricket Team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X