For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, সিডনির মাঠে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ডে পরিসংখ্যান

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, সিডনির মাঠে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ডে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

সিডনি ক্রিকেট গ্রাউন্ড ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ওই মাঠেই দুই দলের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার এই মাঠের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, সিডনির মাঠে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ডে পরিসংখ্যান

১) অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত ১৫০টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে।

২) সিডনিতে আগে ব্যাট করা দল ৮৮টি ম্যাচ জিতেছে। পরে ব্যাট করে ৬২টি ম্যাচ জয়ের পরিসংখ্যান রয়েছে। এই মাঠে কোনও একদিনের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়নি।

৩) সিডনিতে সবচেয়ে বেশি ওয়ান ডে স্কোর রয়েছে স্টিভ স্মিথের ঝুলিতে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক।

৪) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একদিনের ফর্ম্যাটে এক ম্যাচে সবচেয়ে ভাল বোলিং করেছেন গ্রেগ চ্যাপেল। ১৯৮১ সালে ভারতের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন গ্রেগ।

৫) ২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৪০৮ রান করছিল দক্ষিণ আফ্রিকা। সেটি এই মাঠে সেরা ওয়ান ডে স্কোর। সিডনিতে ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৩ রান করে অল আউট হয়েছিল ভারত। সেটি এই মাঠে সর্বনিম্ন স্কোর।

৬) ২০১১ সালে সিডনিতেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে এক ম্যাচে ৩৩৪ রানের লক্ষ্য অতিক্রম করা হয়েছিল।

দিলীপ নিজেকে বাংলার রাজা মনে করছেন! অঙ্ক দিয়ে বাস্তব বোঝালেন সৌগত রায়দিলীপ নিজেকে বাংলার রাজা মনে করছেন! অঙ্ক দিয়ে বাস্তব বোঝালেন সৌগত রায়

English summary
Important ODI records in Sydney cricket ground as India takes on Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X