For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড-আফগানিস্তান নিয়ে বিতর্ক উস্কালেন শোয়েব! শেষ চারে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে কত রানে জয় চাই ভারতের?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত গ্রুপ ২ থেকে উঠতে পারবে কিনা তা নির্ভর করছে কাল আবু ধাবিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের উপরই। ইতিমধ্যেই ভারতের দুটি জয় দেখে সোশ্যাল মিডিয়ায় সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। যাতে ইন্ধন দিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। বাংলাদেশের অনেকেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে গন্ধবিচারের বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। এরই মধ্যে সাবধানবাণী শোনালেন শোয়েব আখতার।

সানি-শোয়েবের নজরেও নিউজিল্যান্ড-আফগানিস্তান! শেষ চারে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে কত রানে জয় চাই ভারতের?

চলতি টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম বিশ্বকাপের আসরে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ফাইনালে ফের ভারতের বিরুদ্ধে খেলতে হলে এবং কাপ হাতছাড়া হলে আগের জয়ের যাবতীয় স্বস্তি-আনন্দ উধাও হয়ে উঠতে পারে বিক্ষোভের ঝড়। এমনিতে নিউজিল্যান্ডের উপর সফর বাতিলের ক্ষোভ থাকলেও কালকের ম্যাচে অন্তত পাকিস্তানের সমর্থন থাকছে কিউয়িদের দিকেই। কেন না, নিউজিল্যান্ড কাল জিতলে একইসঙ্গে ছিটকে যাবে ভারত ও আফগানিস্তান। কিন্তু আফগানিস্তান জিতে গেলে পাকিস্তানের কপালেও চিন্তা বাড়বে। কেন না, সেমিফাইনালে ওঠার পথ তাতে সহজ হয়ে যাবে ভারতের। সুনীল গাভাসকরের মতে, আগে ভারতের নেট রান রেট খারাপ জায়গায় ছিল। কিন্তু এখন ভারত নেট রান রেটে সকলকে টেক্কা দেওয়ায় নিউজিল্যান্ড ও আফগানিস্তান- দুই দলের উপরই চাপ থাকবে। রোহিত শর্মা ও লোকেশ রাহুল যেভাবে অর্থোডক্স শট খেলে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সানি। প্রশংসা করেছেন ভারতীয় বোলারদের পারফরম্যান্সেরও। ৮৬ রান তুলতে অল আউট হওয়ার সম্ভাবনা ছিল না। তাই পরিস্থিতি বুঝে হিসেব কষে ভারত আক্রমণাত্মক ব্যাটিং করে সহজ করে সঠিক কাজই করেছে বলে মন্তব্য গাভাসকরের।

সানি-শোয়েবের নজরেও নিউজিল্যান্ড-আফগানিস্তান! শেষ চারে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে কত রানে জয় চাই ভারতের?

আফগানিস্তান ও স্কটল্যান্ড ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল মাইনাস (-) ১.০৬৯। দুটি বড় ব্যবধানে জয় সেই নেট রান রেটকেই পজিটিভে নিয়ে এসেছে। বিরাট কোহলির দলের নেট রান রেট এখন ১.৬১৯। আফগানিস্তান (১.৪৮১) ও নিউজিল্যান্ড (১.২৭৭) তো বটেই, পাকিস্তানকে পয়েন্টে ধরতে না পারলেও নেট রান রেটে পিছনে ফেলেছে ভারত। যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের নামিবিয়ার বিরুদ্ধে জয়ের সম্ভাব্য সমীকরণের দিকে নজর রাখা যাক। যদি আফগানিস্তান ১৬০ রান তুলে নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায় তাহলে আফগানদের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকতে হলে ভারত নামিবিয়াকে ২১ রানে হারালেই চলবে। সবচেয়ে বড় কথা, ভারত খেলবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পরদিন। নিউজিল্যান্ড জিতে গেলে ভারতের আশা শেষ। কিন্তু হারলেই হিসেব কষে এগোতে পারবেন কোহলিরা। আফগানিস্তান যদি ১৬০ রান তুলে ৬০ রানে জেতে সেক্ষেত্রে নামিবিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিততে হবে ভারতকে নেট রান রেটে আফগানিস্তানকে পিছনে ফেলতে। আফগানিস্তান নেট রান রেটের হিসেব দূরে রাখতে জিততে চাইবে শেষ ম্যাচে, তারপর নামিবিয়ার অঘটন ঘটানোর প্রত্যাশা করতে হবে। নিউজিল্যান্ড হেরে গেলে আফগানিস্তানের চেয়েও কম নেট রান রেট হবে কিউয়িদের। ফলে ভারতের শেষ চারে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে।

সানি-শোয়েবের নজরেও নিউজিল্যান্ড-আফগানিস্তান! শেষ চারে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে কত রানে জয় চাই ভারতের?

এই আবহেই অনেকে সংশয় প্রকাশ করছেন ভারতকে সুবিধা করে দিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ফিক্সড হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন দাবির সপক্ষে নানা পোস্টের প্রেক্ষিতে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে প্রশ্নবাণ ধেয়ে আসবেই। অনেক প্রশ্ন উঠবে। সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ডিং নিউজ হবে। বিতর্কে জড়াতে চাইছি না, কিন্তু নিউজিল্যান্ডকে নিয়ে পাকিস্তানের সমর্থকদের আবেগের বিষয়টা অস্বীকার করা যায় না। নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে ভালো দল। কিন্তু তারা হেরে গেলেই সমস্যা। সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ থেকে কাউকে বিরত রাখা যাবে না। ভারত ঘুরে দাঁড়ানোয় টুর্নামেন্টে লড়াই খুব আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের আবার খেলার সম্ভাবনা রয়েছে। অপেক্ষা করতেই হবে। তবে সেই ম্যাচ হলে ক্রিকেটের পক্ষেও ভালো, তরুণ ক্রিকেটারদের পক্ষেও ভালো। ফলে ভারত বিদায় নিলে সেটা হতাশাজনক ব্যাপার হবে। দেরিতে হলেও ভারত এখন ভালো ক্রিকেট খেলছে।

English summary
Pakistan's Former Speedstar Shoaib Akhtar Warns That If New Zealand Lose To Afghanistan Then Many Questions Will Be Raised. According To Sunil Gavaskar, India's NRR Being Better Than Both Afghanistan And New Zealand, So The Pressure Is On Both Teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X