For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের জন্মদিনের সেলিব্রেশন ভারতের ড্রেসিংরুমে! ব্যাগ গুছিয়ে ফেলার পরিকল্পনা কেন জাদেজার?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আদৌ উঠতে পারবে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে আগামীকাল সন্ধ্যার মধ্যেই। আফগানিস্তানের সঙ্গে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দল জিতে গেলে একসঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত ও আফগানিস্তান। ভারতের নামিবিয়া ম্যাচ সেক্ষেত্রে হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার।

বিরাট সেলিব্রেশনের ফাঁকে জাদেজার মন্তব্যে তোলপাড়

স্কটল্যান্ডকে হারানোর পর ভারতের ড্রেসিংরুমেই পালিত হয় অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। গতকাল দুবাইয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা সাংবাদিকদের মুখোমুখি হন। শেষের দিকে একজন জাদেজাকে প্রশ্ন করেন যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে না পারে তাহলে কী হবে? জাদেজার উত্তর, কী আর হবে? ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব! তাঁর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াও আলোড়িত। নেটাগরিকরা বিভিন্ন মন্তব্যও করেছেন। অনেকেই জাদেজার রসবোধের প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন, জাদেজা স্পষ্টবক্তা, সেটাই ফের তিনি বুঝিয়ে দিলেন।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আবার!

এটা ঠিক, ভারতের মরণ-বাঁচন জিইয়ে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের উপরেই। আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারত যেভাবে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে তা দেখে পাকিস্তান ও বাংলাদেশের অনেকেই সোশ্যাল মিডিয়ায় ফের ম্যাচ ফিক্সড থাকার অভিযোগ করেছেন। এমনকী বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পরও ভারতকে কটাক্ষ করতে পিছু না হঠে স্কটল্যান্ড ম্যাচ 'পাতিয়ে খেলা'-র অভিযোগ করেছেন বাংলাদেশের এক প্রথিতযশা সাংবাদিক। তবে বাংলাদেশের থেকেও পাকিস্তানের নেটাগরিকরাই বেশি সরব হয়েছেন। অনেকের যুক্তি, ভারতকে চ্যাম্পিয়ন করানোর জন্য আইসিসি ও বিভিন্ন দেশের বোর্ডকে ম্যানেজ করেছে বিসিসিআই! ভারত সফরের আগে নিউজিল্যান্ডও আফগানিস্তান ম্যাচে হেরে যেতে পারে বলে ওই ম্যাচও ফিক্সড বলে মনে করছেন অনেক নেটাগরিক। কারও মতে, সম্প্রচারকারী সংস্থার টিআরপির কথা ভেবে ভারত-পাকিস্তান ফাইনালের চিত্রনাট্য রচিত হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় এ সবটাই চলছে অনুমানের ভিত্তিতে। ভারতীয় সমর্থকরা পাল্টা বলছেন,যদি ভারত নিউজিল্যান্ড বা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের একটি জিতে থাকত, তাহলেও এই দুটি জয় দেখে কি গড়াপেটার অভিযোগ উঠত?

অভিমানী জাদেজা

অভিমানী জাদেজা

স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া জাদেজা বলেছেন, গত দু-তিন বছর ধরে দেশে এবং বিদেশে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছি। ফলে একটি বা দুটি খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে কোনও দলকে যাচাই করা ঠিক নয়। টি ২০ ক্রিকেটে এক বা দুটি ম্যাচ খারাপ যেতেই পারে। কিন্তু সেই পরাজয়গুলি নিয়ে খুব বেশি চিন্তার দরকার পড়ে না। সামনে কী সুযোগ অপেক্ষা করে রয়েছে সেদিকেই ফোকাস রাখতে হয়। আমরাও বিভিন্ন ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলি চিহ্নিত করে পরের ম্যাচগুলির পরিকল্পনা করে থাকি। গতির তারতম্য ঘটিয়ে জাদেজার বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। শুধু রান আটকানোয় জোর না দিয়ে উইকেট তুলে নিতেও তিনি যে মুখিয়ে ছিলেন তা জাদেজার বোলিংয়ে স্পষ্ট। জাদেজা বলেন, দলে আমার ভূমিকা হল মাঝের ওভারগুলিতে বল করে উইকেট তুলে নেওয়া। প্রতিপক্ষ স্কটল্যান্ড বলে পরিকল্পনায় খুব বেশি পরিবর্তনও আনতে হয়নি। সঠিক জায়গায় বল রেখে উইকেট থেকে সাহায্য আদায় করার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম।

ডিউ ফ্যাক্টর

ডিউ ফ্যাক্টর

জাদেজা আরও জানিয়েছেন, টি ২০ বিশ্বকাপে ডিউ ফ্যাক্টরের কারণে টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর উইকেটগুলিতে প্রথমে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেটা কোনও দলের প্রথমে ব্যাট করা ও রান তাড়া করার মধ্যে দিয়েই পরিষ্কার হচ্ছে। শিশির পড়ায় উইকেট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহায়ক হয়ে যাচ্ছে বলেই দাবি জাদেজার। সে কারণেই প্রথম দুটি ম্যাচে পরাজয়ের পর ভারত প্যানিক বোতামে চাপ দেয়নি বলেই দাবি ভারতীয় অলরাউন্ডারের।

English summary
If New Zealand Beat Afghanistan Then We Will Pack Our Bags And Go Home, Says Ravindra Jadeja. Jadeja Also Opines That Don't Judge This Team On Basis Of One Or Two Bad Performances.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X