For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final : এক ধাক্কায় বিরাটের পিছনে সৌরভ-পন্টিং-সাঙ্গাকারা, সেরার সেরা ভারত অধিনায়ক

ICC WTC Final : এক ধাক্কায় বিরাটের পিছনে সৌরভ-পন্টিং-সাঙ্গাকারা, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংকে টপকে গিয়েছিলেন আগেই, এবার কুমার সাঙ্গাকারাকে টপকে সেরার আসনে বসলেন বিরাট কোহলি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে এই অনন্য নজিরের মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমন কোন রেকর্ড গড়লেন রান মেশিন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালের রান

আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালের রান

আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে সবচেয়ে বেশি রান করার মালিক হয়েছেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত আইসিসি-র সবকটি বড় টুর্নামেন্টের শেষ চার ও শেষ দুইয়ের লড়াই মিলিয়ে ৫৩৮ রান করেছেন বিরাট কোহলি। আজ সাউদাম্পটনে ভারত অধিনায়কের ব্যাটের ঝলক দেখা গেলে রানের পরিমাণ আরও বাড়বে।

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কে কে?

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কে কে?

তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং। আইসিসি টুর্নামেন্টেক সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৫৩১ রান এসেছে সাঙ্গাকারার ব্যাট থেকে। একই প্রেক্ষাপটে তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের রান ৫০৯। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে দুটি ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছেন পন্টিং। টি২০ বিশ্বকাপ জিতেছেন কুমার সাঙ্গাকারা।

চতুর্থ স্থান সৌরভ

চতুর্থ স্থান সৌরভ

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি ভারতের হয়ে ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালের বিশ্বকাপ খেলেছেন। ২০০০, ২০০২ এবং ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সবকটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বিসিসিআই সভাপতির রান ৪৮৯।

সাউদাম্পটনে বিরাটের পারফরম্যান্স

সাউদাম্পটনে বিরাটের পারফরম্যান্স

সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে খুব গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে নেমে ১২ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন ভারতীয় অধিনায়ক। আজ তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে দল।

English summary
ICC WTC Final : Virat Kohli has gone past Kumar Sangakara and Ricky Ponting by runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X