For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final : আঙুলের হাড় সরলেও শেষ দিনে মাঠে ফিরলেন ওয়াটলিং, সাহসিকতার প্রশংসায় বিশ্ব

আঙুলের হাড় সরলেও শেষ টেস্টে মাঠে ফিরলেন ওয়াটলিং

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর তিনি আর বাইশ গজে নামবেন না বলে জানিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সে নিরিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ষষ্ঠ দিন ছিল ওয়াটলিংয়ের কাছে ছিল বিদায় কালের অন্তিম মুহুর্ত। সেই মুহুর্তগুলিকে বলিষ্ঠতা, ত্যাগ ও সাহসিকতার সঙ্গে স্মরণীয় করে রাখলেন ক্রিকেটার নিজে। হাতের আঙুলের হাড় সরে যাওয়ার পরেও মাঠে নেমে উইকেটকিপিং করে ক্রিকেটীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কিউয়ি ক্রিকেটার। আপ্লুত হয়েছে বিশ্ব।

ওয়ালিংয়ের হাতে চোট

ওয়ালিংয়ের হাতে চোট

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ বা অতিরিক্ত দিনে ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভার খেলা হচ্ছিল। ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনা তৈরি হয়। ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে যাওয়া জাদেজার দিকের স্ট্যাম্প লক্ষ্য করে বল থ্রো করেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় ব্যাটসম্যান ক্রিজে পৌঁছে গেলে দ্রুত গতিতে ছুটে আসা বল গ্রিপিং করতে গিয়ে হাতে গুরুতর আঘাত পান কিউয়ি উইকেটরক্ষক বিজে ওয়াটলিং।

আঙুলের হাড় সরেছে

কেন উইলিয়ামসনের থ্রো হাতে আঘাত করলে যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন বিজে ওয়াটলিং। তাঁর সুশ্রুষায় মাঠে চলে আসেন নিউজিল্যান্ড দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর ফেরে তিনি কিপিং করতে শুরু করেন। ঘটনার দুই ওভার পর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। এই সময়ে ড্রেসিংরুমে ওয়াটলিংয়ের চিকিৎসা চলতে থাকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় ওয়াটলিংয়ের ডান হাতের অনামিকা আঙুলের হাত সরে গিয়েছে। ক্রিকেট কেরিয়ারের শেষ বলে ব্যাথা চেপে মনের জোর নিয়ে ফের মাঠে নেমে উইকেটকিপিং করেন ওয়াটলিং।

সরব সোশ্যাল মিডিয়া

বিজে ওয়াটলিংয়ের এই আত্মত্যাগ ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অনুপ্রেরণা বলেও আখ্যা দেওয়া হয়েছে। উইকেটকিপিং করার সময় আঘাত পাওয়া আঙুলে ফের চোট লাগলে ওয়াটলিংয়ের শরীরের ওই স্থান অকেজো হয়ে যেতে পারত। সেসব না ভেবেই কেরিয়ারের শেষ দিন কেবল ক্রিকেটকে উৎসর্গ করার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন কিউয়ি ক্রিকেটার।

ওয়াটলিংয়ের কেরিয়ার

ওয়াটলিংয়ের কেরিয়ার

২০০৯ থেকে ২০২১ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মোট ৭৫টি টেস্ট খেলেছেন বিজে ওয়াটলিং। ৩৭৯০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে তাঁর আটটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে। উইকেটরক্ষক ও নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবেও দুর্দান্তভাবে দায়িত্ব পালন করেছেন ওয়াটলিং।

English summary
ICC WTC Final : BJ Watling came back on the field after dislocation of finger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X