For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমজমাট, অস্ট্রেলিয়া ও ভারত কেন এগিয়ে?

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা উঠবে তা এখনও চূড়ান্ত নয়। নজর লাস্ট ল্যাপের দিকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতায় ফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে অস্ট্রেলিয়া। কার্যত শব্দ মুছে কনফার্ম শব্দটির জন্য অজিদের ভাগ্য ঝুলে ভারতের উপরেই। একনজরে দেখে নেওয়া যাক ফাইনালে ওঠার সমীকরণ:

অস্ট্রেলিয়া কার্যত ফাইনালে

অস্ট্রেলিয়া কার্যত ফাইনালে

অস্ট্রেলিয়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। এর ফলে তাদের সাফল্যের হার দাঁড়িয়েছে ৭৫.৫৬ শতাংশ। একমাত্র ভারত সফরে যদি অস্ট্রেলিয়া সব টেস্টে হারে এবং শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডে গিয়ে দুটি টেস্টেই জয়লাভ করে, একমাত্র তাহলেই অস্ট্রেলিয়া ফাইনাল খেলতে পারবে না। ভারতে এসে অস্ট্রেলিয়া যদি সব টেস্টে হেরে যায় তাহলে তাদের সাফল্যের শতকরা হার নেমে আসবে ৫৯.৬৫ শতাংশে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডে সিরিজ জেতে তাহলে তাদের শতকরা হার পৌঁছে যাবে ৬১.১১ শতাংশে। শ্রীলঙ্কা যদি ১-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে অস্ট্রেলিয়া চার টেস্টে হেরে গেলেও দৌড় থেকে ছিটকে যাবে শ্রীলঙ্কা (সেক্ষেত্রে তাগের সাফল্যের হার হবে ৫৫.৫৬ শতাংশ)। অস্ট্রেলিয়া ভারতে এসে একটি টেস্ট ড্র করলেই আর কারও উপর নির্ভর করতে হবে না। তবে পেনাল্টি পয়েন্টের ফাঁদে পড়লে হবে না। অস্ট্রেলিয়া যদি তিনটি টেস্টে হারে এবং একটি ড্র করে তাহলে পেনাল্টি পয়েন্টের জন্য পয়েন্ট না খোয়ালে সাফল্যের হার থাকবে ৬১.৪০ শতাংশে। যদিও একটি পেনাল্টি পয়েন্ট সেটা নামিয়ে আনবে ৬০.৯৬ শতাংশে।

ভারতের সম্ভাবনা

ভারতের সম্ভাবনা

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে তাহলে অন্য সিরিজের দিকে না তাকিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে চলে যাবে। ভারতের সাফল্যের শতকরা হার এখন ৫৮.৯৩ শতাংশ। অজিদের হোয়াইটওয়াশ করলে তা পৌঁছে যাবে ৬৮.০৬ শতাংশে। ৩-১ ব্যবধানে জিতলে তা হবে ৬২.৫ শতাংশ। সিরিজ ২-২ হলে ভারতের সাফল্যের হার থাকবে ৫৬.৯৪ শতাংশে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ২-২ হলে এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে ভারত দৌড় থেকে ছিটকে যাবে। দক্ষিণ আফ্রিকা যদি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারায় এবং ভারত ২১ পয়েন্ট সংগ্রহ করতে না পারে তাহলে প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে পড়বে রোহিত শর্মার দল। ভারত যদি ১-০ ব্যবধানে সিরিজ জেতে বা ২-২ (২৪ পয়েন্ট) ব্যবধানে সিরিজ ড্র রাখে তাহলে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে। সিরিজের ফল ১-১ (২০ পয়েন্ট) অবশ্য যথেষ্ট হবে না।

দক্ষিণ আফ্রিকা কোথায় দাঁড়িয়ে?

দক্ষিণ আফ্রিকা কোথায় দাঁড়িয়ে?

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারায় দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্ট ড্র হওয়ায় তাদের আশা অঙ্কের নিয়মে বেঁচে আছে। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে রয়েছে চারে। তাদের সাফল্যের হার ৪৮.৭২ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ২-০ ব্যবধানে জিতলে সেটা গিয়ে দাঁড়াবে ৫৫.৫৬ শতাংশে। দক্ষিণ আফ্রিকাকে শুধু সব টেস্টে জিতলেই হবে না, ফাইনালে উঠতে তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজের ফলের দিকে। শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডে অন্তত একটি টেস্ট হারতে হবে এবং ভারত যদি ২১ পয়েন্টের কম সংগ্রহ করতে পারে তবে ফাইনালে যেতে পারবে প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার আশা

শ্রীলঙ্কার আশা

পয়েন্ট তালিকার তিনে রয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডকে তাদের দেশে গিয়ে হোয়াইটওয়াশ করলে শ্রীলঙ্কার সাফল্যের হার হবে ৬১.১১ শতাংশ। সেক্ষেত্রে ভারতের ৪-০ ব্যবধানে সিরিজ জয় প্রত্যাশা করতে হবে অথবা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যাতে ড্র হয় সেই আশা করতে হবে। অস্ট্রেলিয়া যদি ভারতকে সিরিজে হারিয়ে দেয় তাহলেও চান্স থাকবে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ ১-১ ড্র রাখলে তাদের সাফল্যের শতকরা হার হবে ৫২.৭৮ শতাংশ। সেক্ষেত্রে ভারত যাতে অজিদের বিরুদ্ধে ১২ পয়েন্টের বেশি না পায় সেই প্রার্থনা করতে হবে। অর্থাৎ ১-৩ বা ০-১ ব্যবধানে সিরিজ হারতে হবে ভারতকে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাও যাচতে ১৬ পয়েন্টের বেশি না পায় বা ১-০ ব্যবধানেই সিরিজ জেতে সেই আশাই করতে হবে শ্রীলঙ্কাকে।

English summary
ICC World Test Championship Final Qualification Scenarios For Australia India And Others. Australia Will Face India In 4-Match Test Series In February-March.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X