For Quick Alerts
For Daily Alerts
বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের তুরুপের তাস রয়-বেয়ারস্টো, একনজরে ওপেনিং পারফর্ম্যান্স
জুটিতে লুটি! রয়-বেয়ারস্টোর ওপেনিং পার্টনারশিপ দেখে এই কথাই বলছে ক্রিকেট বিশ্লেষকরা। দুই ডান হাতির জুটিতে ভর করেই আজ ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে রয়-বেয়ারস্টো জুটির পারফর্ম্যান্স
৬ ইনিংসে ব্যাট করে এই জুটি ৫৪৮ রান হাঁকিয়েছে।
শতরানের সংখ্যা-৪
গড় পার্টনারিশপ- ৯১.৩৩

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ওপেনিং পার্টনারশিপে সেরা গড়
রয়-বেয়ারস্টো- ৩২ ইনিংসে ২২২৩ রান, গড় ৬৯.৪৬, শতরান-১১টি
গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স- ১০২ ইনিংস ৫১৫০ রান, গড় ৫২.৫৫, শতরান-১৫টি
শেহওয়াগ-গম্ভীর- ৩৮ ইনিংস ১৮৭০ রান, গড় ৫০.৫৪, শতরান ৫টি
ফকহর -ইমাম- ৩২ ইনিংস, ১৫০৬ রান, গড় ৫০.২, শতরান ৪টি
সচিন-সৌরভ- ১৩৬ ইনিংস, ৬৬০৯ রান, ৪৯.৩২ গড়, শতরান ২১টি।
অর্থাৎ সচিন-সৌরভের সেঞ্চুরি(২১টি) থেকে রয়-বেয়ারস্টো(১১টি সেঞ্চুরি) জুটি দশ কদম দূরে রয়েছে

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ওপেনিং পার্টনারশিপের সেরা রান রেট
রয়-বেয়ারস্টো- ৭.১১ রান রেট
গাপটিল-ম্যাকালাম- ৬.৫৯ রান রেট
শেহওয়াগ-গম্ভীর- ৬.৪২ রান রেট