For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুটিতে লুটলেন ঝুলন-শিখা! কথা বলল স্মৃতির ব্য়াটও, ১ ম্য়াচ বাকি থাকতেই সিরিজ পকেটে ভারতের

সোমবার (২৫ ফেব্রুয়ারি) মুম্বইয়ে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওডিআইতে ইংল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে পরাজিত করল ভারত মহিলা দল।

Google Oneindia Bengali News

প্রথম ম্য়াচে খেল দেখিয়েছিলেন স্পিনাররা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াঙ্খেরে-তে দ্বিতীয় ম্য়াচে ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডে দুজনেই ৪ উইকেট করে নিয়ে ১৮০ রানেই ধরাশায়ী করলেন ইংরেজ মহিলা দলের ব্য়াটারদের। এরপর জেমাইমা রান না পেলেও আরও একটি অর্ধশতরানের ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা। মিডল অর্ডারে রান পেলেন পুনম রাউত (৩২) ও মিতৈালী রাজ (৪৭*)-ও। ৭ উইকেটে জিতে, ১ ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হলেন ঝুলন গোস্বামী।

জুটিতে লুটলেন ঝুলন-শিখা! কথা বলল স্মৃতির ব্য়াটও

এদিন টসে জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন ইংরেজ মহিলা দলের অধিনায়িকা হিথার নাইট। কিন্তু একেবারে শুরু থেকে এদিন আগুনে বোলিং শুরু করেন ভারতের জোরে বোলার জুটি শিখা পাণ্ডে ও অবিজ্ঞ ঝুলন গোস্বামী। শিখা ১০ ওভার বল করে ৪ উইকেট নিলেন মাত্র ১৮ রান দিয়ে। আর ঝুলনের ৪ উইকেট এল ৩০ রানের বিনিময়ে।

প্রথম পাওয়ার প্লের মধ্যেই ইংরেজ ওপেনার অ্যামি জোনস (৩)-কে ফিরিয়ে দিয়েছিলেন শিখা। সারা টেলর (১) ও হিথার নাইট (২)-কে তুলে নেন ঝুলন। ৬ ওভারের শেষে ইংল্যান্ড মহিলা দলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৪। এখান থেকে ইনিংসকে কিছুটা থিতু করেছিলেন ট্যামি বিউমন্ট ও নাতালি শিভার। ১৪ তম ওভারে বিউমন্ট (২০)-কেও তুলে নিয়েছিলেন শিখা।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">That's a wrap to the 2nd ODI as <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> Women beat England Women by 7 wickets (Mithali 47*, Smriti 63, Shikha Pandey 4/18, Jhulan 4/30)<br><br>They have taken an unassailable lead of 2-0 in the three match ODI series <a href="https://twitter.com/hashtag/INDWvENGW?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDWvENGW</a> <a href="https://t.co/tiJHj3c2ci">pic.twitter.com/tiJHj3c2ci</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1099969094290268163?ref_src=twsrc%5Etfw">February 25, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন ইংল্যান্ডের ইনিংসকে বলতে গেলে একাই টানেন নাতালি শিভার। ১০৯ বলের ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ১২টি চার ও ১টি ছয় মেরেছেন। বিউমন্টের বিদায়ের পর তাঁর সঙ্গে জুটি বাঁধেন লরেন উইনফিল্ড (২৮)। এই দুজনের ৪৯ রানের জুটি ইংল্যান্ডকে ১০০ রানের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। কিন্তু পুনম যাদবের বলে রান তোলার গতি বাড়াতে গিয়ে মিডউইকেটে মান্ধানার হাতে ধরা পড়েন উইনফিল্ড।

এরপর শিখা পাণ্ডে তাঁর শেষ ওভার হল করতে এসে জর্জিয়া এলউইস ও ক্যাথরিন ব্রান্টকে ফিরিয়ে দেন। কেউই কোনও রান জুড়তে পারেননি। ফলে ১০০ রান ওঠার আগেই ৭ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। এরপর পুনও ও ধঝুলন আরও দুটি উইকেট নিয়ে ১১৯ রানেই ইংল্যান্ডের ৯ উিকেট ফেলে দিয়েছিলেন।

১১ নম্বর ব্য়াটসওম্য়ান অ্যালেক্স হার্টলি (১৭ বলে ০*)-কে আড়াল করে দশম উইকেটে ৪৩ রান যোগ করে একার হাতে ইনিংস দীর্ঘায়িত করেছিলেন শিভার। কিন্তু তারপরেও ১৬০ রানটা মোটেই যথেষ্ট ছিল না।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Innings Break<br><br>England Women all out for 161 runs. 4 wickets apiece for <a href="https://twitter.com/JhulanG10?ref_src=twsrc%5Etfw">@JhulanG10</a> & <a href="https://twitter.com/shikhashauny?ref_src=twsrc%5Etfw">@shikhashauny</a> <br><br>Scorecard - <a href="https://t.co/PQssc4ELNc">https://t.co/PQssc4ELNc</a> <a href="https://twitter.com/hashtag/INDWvENGW?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDWvENGW</a> <a href="https://t.co/EUNR43dzIs">pic.twitter.com/EUNR43dzIs</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1099919523006664705?ref_src=twsrc%5Etfw">February 25, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রান তা়া করতে নেমে শুরুতেই কোন রান করতে না পেরেই অবশ্য ফিরে গিয়েছিলেন জেমাইমা রড্রিগেজ। কিন্তু অপর ওপেনার স্মৃতি মান্ধানা এদিনও ৭৪ বলে ৬৩ রানের চমৎকার ইনিংস খেললেন। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন পুনম রাউত (৬৫ বলে ৩২)। ১৯তম ওভারে এলউইসের বলে পুনম আউট হলে স্মৃতির সঙ্গে ক্রিজে যোগ দেন নির্ভয়যোগ্য ব্য়াটার অধিনায়িকা মিতালী রাজ।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> opener <a href="https://twitter.com/mandhana_smriti?ref_src=twsrc%5Etfw">@mandhana_smriti</a> celebrates as she brings up her 15th ODI half-century 👏👏<br><br>Follow the game here - <a href="https://t.co/PQssc4ELNc">https://t.co/PQssc4ELNc</a> <a href="https://t.co/R4uO41LQi1">pic.twitter.com/R4uO41LQi1</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1099961110164164608?ref_src=twsrc%5Etfw">February 25, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই দুইজনে তৃতীয় উইকেটে আরও ৬৬ রান যোগ করেন। ৩৩তম ওভারে শ্রুবসোলের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি। ভারতের জয়ের জন্য আর ২১ রান দরকার ছিল। শেষ অবধি থেকে দ্বীপ্তি শর্মা (২৯ বলে ৬*)-কে নিয়ে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন মিতালী (৬৯ বলে ৪৭*)।

English summary
India women have defeated England women by 7 wickets in the second ODI of the ICC Women's Championship in Mumbai on Monday (25 Feb).&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X