For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কায় অন্ধকারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ

করোনা ধাক্কায় অন্ধকারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে ক্রিকেটে বাধা। ভাইরাসের প্রকোপের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সিরিজ স্থগিত হয়েছে। চলতি বছরে ক্রিকেটের মেগা আসর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপও ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়। ক্রিকেট ফ্যানেদের কাছে আশার আলো, সবকিছু ঠিকঠাক থাকলে বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর অবশ্য নির্ধারিত সময়েই হবে। কিন্তু করোনা অতিমারির কারণে অনেক দেশেরই টেস্ট সিরিজ বাতিল হচ্ছে। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দলগুলির অবস্থান এবং টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অন্ধকারে।

বাতিল হওয়া সিরিজ নিয়ে নতুন ক্রীড়াসূচি

বাতিল হওয়া সিরিজ নিয়ে নতুন ক্রীড়াসূচি

এই নিয়ে আগামী দিনের বৈঠকে, বাতিল হওয়া দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলি নিয়ে নতুন ক্রীড়াসূচি তৈরির সিদ্ধান্ত নেবে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ক্রিকেট অপারেশন সংক্রান্ত প্রধান জেফ অ্যালার্ডাইস এমনটাই জানিয়েছেন।

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালে ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা।কিন্তু ক্রিকেট মহলের বড় অংশের অনুমান, করোনা ধাক্কায় সেই ফাইনালও বাতিল হতে পারে।

একনজরে কোন কোন সিরিজ বাতিল হয়েছে

একনজরে কোন কোন সিরিজ বাতিল হয়েছে

করোনা সংক্রমণের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নিউজ়িল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ বাতিল হয়েছে।

আইসিসির মত

আইসিসির মত

এই নিয়ে জেফ অ্যালার্ডাইস বলছেন, 'বাতিল হওয়া সফরগুলি করা নিয়ে আইসিসি নতুন করে ভাবছে। নতুন পরিকল্পনায় পুনরায় ক্রীড়াসূচি বানিয়ে ফেলতে হবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছরে ধরে নিয়েই ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত নির্ধারিত সূচি মেনে ফাইনাল করা যাবে কিনা, সেটা বিশ্বের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।'

English summary
Icc wants World Test Championship is proceeding as planned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X