For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup 2022 Live: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

Google Oneindia Bengali News

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপ ২০২২ জিতল ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পিছনে ইংল্যান্ডের অন্যতম কারিগর বেন স্টোকস। পাকিস্তান বোলারদের দাপটে যখন চাপে ইংল্যান্ড তখন ত্রাতা হয়ে দাঁড়ান ৫২ রানের অপরাজিত থাকা বেন স্টোকস। স্টোকস ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফাইনালে করেছেন ২৬ রান, হ্যারি ব্রুক করেছেন ২০ রান। ১৯ রান করেন মঈন আলি। ইংল্যান্ডের হয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করেন আদিল রশিদ এবং স্যাম কুরান।

T20 World Cup 2022 Live: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

Newest First Oldest First
5:12 PM, 13 Nov

পাকিস্তান এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল একমাত্র তাদের বোলারদের জন্য। শাহিন শাহ আফ্রিদির চোট পেয়ে বাইরে চলে যাওয়াটা বড় ফ্যাক্টর হয়ে গেল পাকিস্তানের জন্য। পাকিস্তানের হয়ে এই ম্যাচে ২ উইকেট পান হ্যারিস রউফ। ১টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র।
5:11 PM, 13 Nov

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপ ২০২২ জিতল ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পিছনে ইংল্যান্ডের অন্যতম কারিগর বেন স্টোকস। পাকিস্তান বোলারদের দাপটে যখন চাপে ইংল্যান্ড তখন ত্রাতা হয়ে দাঁড়ান ৫২ রানের অপরাজিত থাকা বেন স্টোকস। স্টোকস ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফাইনালে করেছেন ২৬ রান, হ্যারি ব্রুক করেছেন ২০ রান। ১৯ রান করেন মঈন আলি। ইংল্যান্ডের হয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করেন আদিল রশিদ এবং স্যাম কুরান।
5:06 PM, 13 Nov

৫০ রান করলেন বেন স্টোকস। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে এটাই স্টোকসের প্রথম অর্ধ-শতরান। বড় মঞ্চের জন্যই নিজেদের বাঁচিয়ে রাখেন বড় ক্রিকেটাররা।
5:04 PM, 13 Nov

১৯ রান করে আউট হলেন মঈন আলি। উইকেটটি পেলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। ইংল্যান্ড ১৩২/৫।
5:01 PM, 13 Nov

১৮ ওভার শেষে ইংল্যান্ড ১৩১/৪। ১২ বলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৭ রান।
4:57 PM, 13 Nov

১৭ ওভার শেষে ইংল্যান্ডের রান ১২৬/৪। ১৮ বলে ১২ রান ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপ ২০২২ জয়ের জন্য়।
4:51 PM, 13 Nov

হ্যারি ব্রুকসের ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন শাহ আফ্রিদি। কিছু সময় বাইরে ফিজিওর সঙ্গে কাটিয়ে মাঠে ফেরেন তিনি। নিজের তৃতীয় ওভারের প্রথম বল করলেও হাঁটুতে চোট অনুভব করেন তিনি। ১টি বল করেই মাঠ ছাড়লেন। তাঁর ওভার পূর্ণ করছেন ইফতিখার আহমেদ।
4:47 PM, 13 Nov

১৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ৯৭/৪।
4:42 PM, 13 Nov

৮০৪৬২ জন ক্রিকেটপ্রেমী মানুষ এই ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
4:41 PM, 13 Nov

১৪ ওভার শেষে ইংল্যান্ড ৮৯/৪।
4:37 PM, 13 Nov

১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ৮৭/৪।
4:37 PM, 13 Nov

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে উইকেট সংগ্রহের বিচারে শাহিল আফ্রিদিকে ছাপিয়ে শীর্ষ স্থানে উঠে এলেন শাদাব খান। ব্রুকসের উইকেট নিয়ে ৯৮টি আন্তর্জাতিক টি২০ উইকেট পেলেন শাদাব খান। ৯৭টি উইকেট আছে শাহিদ আফ্রিদির দখলে।
4:34 PM, 13 Nov

চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। ২০ রানে আউট হ্যারি ব্রুক। ১২.৩ ওভারে ইংল্যান্ড ৮৪/৪।
4:32 PM, 13 Nov

১২ ওভার শেষে ইংল্যান্ড ৮২/৩।
4:31 PM, 13 Nov

পাকিস্তানকে এখনও ম্যাচে টিকিয়ে রেখেছেন বোলাররা। অসাধারণ বোলিং করছেন হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান।
4:22 PM, 13 Nov

ইংল্যান্ডের ইনিংসের ১০ ওভার শেষ। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৭৭/৩। ৬০ বলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৬১ রান।
4:16 PM, 13 Nov

৯ ওভার শেষে ইংল্যান্ড ৬৯/৩।
4:02 PM, 13 Nov

পাওয়ার প্লে শেষ ইংল্যান্ডের ইনিংসের। ৬ ওভার শেষে ইংল্যান্ড ৪৯/৩। ক্রিজে রয়েছে হ্যারি ব্রুকস এবং বেন স্টোকস।
3:58 PM, 13 Nov

বিধ্বংসী বোলিং পাকিস্তানি বোলারদের। একের পর এক কঠিন প্রশ্নের জবাব দিতে নাজেহাল জস বাটলার আউট ২৬ রানে। উইকেট পেলেন হ্যারিস রউফ।
3:55 PM, 13 Nov

মারাত্মক সুইং হচ্ছে বল। পাকিস্তানের বিশ্বমানের বোলিংয়ের সামনে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি জস বাটলার। ৫ ওভার শেষে ইংল্যান্ড ৪৩/২।
3:45 PM, 13 Nov

ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ১০ রানে আউট হলেন ফিলিপ সল্ট। ইংল্যান্ড ৩২/৩।
3:43 PM, 13 Nov

৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২৮/১।
3:35 PM, 13 Nov

দ্বিতীয় ওভারে ১৪ রান খরচ করলেন নাসিম শাহ। ২ ওভার শেষে ইংল্যন্ড ২১/১।
3:31 PM, 13 Nov

প্রথম উইকেটেই পাকিস্তানকে উইকেট এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদির ঠিকানা লেখা ইনসুইংগারে আউট অ্যালেক্স হেলস। ১ ওভার শেষে ইংল্যান্ড ৭/১।
3:18 PM, 13 Nov

পাকিস্তানের হয়ে শান মাসুদ করেন ৩৮ রান, বাবর আজম করেন ৩২ রান, শাদাব খান করেন ২০ রান এবং মহম্মদ রিজওয়ান করেন ১৫ রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট পান স্যাম কারান। একটি চার হজম করেননি স্যাম এই চার ওভারে। ২টি করে উইকেট পান ক্রিস জর্ডান এবং আদিল রশিদ। ১টি উইকেট পান বেন স্টোকস।
3:16 PM, 13 Nov

টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইনিংসের শুরু ভাল করলেও শেষটা ঠিক মতো করতে পারল না পাকিস্তান। ১৩৭/৮ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। টি ২০ বিশ্বকাপ জিততে ইংল্যান্ডের দরকার ১৩৮ রান।
3:14 PM, 13 Nov

১৩৭/৮ রানে শেষ পাকিস্তানের ইনিংস। টি ২০ বিশ্বকাপ ২০২২ জেতার জন্য পাতিস্তানের প্রয়োজন ১৩৮ রান।
3:12 PM, 13 Nov

মহম্মদ ওয়াসিম আউট ৪ রানে। পাকিস্তান ১৯.৩ ওভারে ১৩১/৮।
3:11 PM, 13 Nov

শেষ ৩ ওভারে পাকিস্তানের এসেছে ১২ রান। শেষ ওভারের প্রথম ২ বলে এক রানও আসেনি।
3:09 PM, 13 Nov

ফাইনালে স্যাম কারানের বোলিং ফিগার ৪-০-১২-৩।
READ MORE

English summary
ICC T20 World Cup 2022 Live Updates: Check the T20 world Cup 2022 Live Updates, Latest News, and Highlights of each match in Bengali from Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X