For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC Updates: ডেভিড ওয়ার্নারের অর্ধশতরানে ভর করে শ্রীলঙ্কাকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ১-এ দুই দলই একটি করে ম্যাচ খেলে সেটিতে জিতেছে। এই গ্রুপের শীর্ষে রয়েছে দুটি ম্যাচেই জয়ী ইংল্যান্ড। তারপর শ্রীলঙ্কা, তিনে রয়েছে অজিরা। শ্রীলঙ্কা এগিয়ে নেট রান রেটে। অস্ট্রেলিয়ার নেট রান রেট যেখানে ০.২৫৩, সেখানে শ্রীলঙ্কার ০.৫৮৩। আজ জিতলে অস্ট্রেলিয়া চলে আসবে দুই নম্বরে। এই ম্যাচের খবর ও স্কোর আপডেট-সহ টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি সব দলের খবরাখবর একনজরে।

সুপার টুয়েলভে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

Newest First Oldest First
11:10 PM, 28 Oct

কাল টি ২০ বিশ্বকাপে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। পরের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান।
11:09 PM, 28 Oct

গ্রুপ ১-এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অস্ট্রেলিয়া। শনিবার দুই দল পরস্পরের মুখোমুখি হবে। যে জিতবে সেই দলই সেমিফাইনালে পৌঁছানোর দিকে এগিয়ে যাবে।
10:47 PM, 28 Oct

ডেভিড ওয়ার্নার ৬৫, অ্যারন ফিঞ্চ ৩৭ রান করেন। স্টিভ স্মিথ ২৮ ও মার্কাস স্টইনিস ১৬ রানে অপরাজিত থাকেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৫। ওয়ানিন্দু হাসারঙ্গা ২টি এবং দাসুন শনকা একটি উইকেট পেলেন। ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন অ্যাডাম জাম্পা।
10:42 PM, 28 Oct

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।
10:27 PM, 28 Oct

১৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২৪ রান
10:25 PM, 28 Oct

ফর্মে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার।
10:11 PM, 28 Oct

১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৯৫
9:53 PM, 28 Oct

৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬৩ রান।
9:13 PM, 28 Oct

দুবাইয়ে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ১-এর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৫৫ রান। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ২০ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৬ উইকেটে ১৫৪ রান। কুশল পেরেরা ও চরিথ আসালঙ্কা দুজনেই ব্যক্তিগত ৩৫ রানে আউট হন। ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ভানুকা রাজাপক্ষ। অধিনায়ক দাসুন শনকা ১২, পাথুম নিসঙ্কা ৭, ওয়ানিন্দু হাসারঙ্গা ও আবিষ্কা ফার্নান্দো ৪ রানে আউট হন। চামিকা করুণারত্নে ৯ রানে অপরাজিত থাকেন। পাওয়ারপ্লে-তে শ্রীলঙ্কার রান তোলার গতি ভালো থাকলেও মাঝের ওভারে অজি বোলাররা ভালো বোলিং করেন। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট দখল করেছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ২টি উইকেট পেয়েছেন ৩৪ রানের বিনিময়ে। গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। জশ হ্যাজলউড ৪ ওভারে ২৬ ও মার্কাস স্টইনিস ৩ ওভারে ৩৫ রান দেন।
8:24 PM, 28 Oct

পাথুম নিসঙ্কা করেন ৭, চরিথ আসালঙ্কা ও কুশল পেরেরা দুজনেই ৩৫ রানে আউট হন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নিয়েছেন।
8:23 PM, 28 Oct

১০.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৮৬ রান।
7:59 PM, 28 Oct

পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৫৩ রান। ক্রিজে কুশল পেরেরা ও চরিথ আসালঙ্কা। ৭ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়েছেন পাথুম নিসঙ্কা।
7:38 PM, 28 Oct

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চেনা ছন্দে ছিলেন না। ভারত টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হারায় সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে পড়েন মহম্মদ শামি। তবে সেই অধ্যায় দূরে সরিয়ে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ভারতের নির্ভরযোগ্য পেসার।
7:23 PM, 28 Oct

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং করতে পারেন হার্দিক পাণ্ডিয়া। গতকাল অনুশীলনে তিনি নেটে ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুরকে মিনিট ১৫ বল করেন। পরে ব্যাটিংও করেন। ফিটনেস ড্রিলেও চেনা ছন্দে পাওয়া গিয়েছে হার্দিককে। বোলিং করতে তাঁর অসুবিধা হচ্ছে না বলেই জানা গিয়েছে। বিসিসিআইয়ের টুইটে ইঙ্গিত, রবিবার বিরাট কোহলিরা অলরাউন্ডার হার্দিককেই পেতে চলেছেন।
7:08 PM, 28 Oct

শ্রীলঙ্কা- কুশল পেরেরা (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, চরিথ আসালঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারঙ্গা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, মহীশ থিক্ষণা।
7:07 PM, 28 Oct

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড
7:05 PM, 28 Oct

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ অপরিবর্তিত। শ্রীলঙ্কা দলে বিনুরা ফার্নান্দোর জায়গায় খেলছেন মহীশ থিক্ষণা।
7:03 PM, 28 Oct

দুবাইয়ে টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ ১-এর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার
3:31 PM, 28 Oct

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরের নজর মিচেল স্টার্কের ফিটনেসের দিকে। মঙ্গলবার নেটে বল করার সময় ফলো থ্রুতে স্ট্রেট ড্রাইভ এসে লাগায় ডান হাঁটুতে চোট পান অজি পেসার। তবে গতকাল ব্যান্ডেজ বেঁধে পুরোদমেই অনুশীলন করেছেন স্টার্ক। আজ প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়েই চলছে জল্পনা।
3:24 PM, 28 Oct

কাল শারজায় টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে গ্রুপ ১-এর নীচে থাকা দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ পরস্পরের মুখোমুখি হবে। দুই দলই এখনও সুপার টুয়েলভে জয়ের মুখ না দেখে ছিটকে যাওয়ার মুখে। কাল যে হারবে তাদের বিদায় নিশ্চিত। এরই মধ্যে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়। ডান পায়ের শিনে চোট লাগায় তিনি আর টি ২০ বিশ্বকাপে খেলতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাককয় খেলতে পারেননি। তাঁর পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার জেসন হোল্ডারকে।

English summary
ICC T20 World Cup 2021: Get India, Pakistan, England, Australia, Bangladesh, SA, WI and All Teams Cricket Updates From UAE on 28th October in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X