For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC Updates: টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, মর্গ্যানরা চিন্তায় রয়ের চোট নিয়ে

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ১-এর শেষ দুটি খেলা অনুষ্ঠিত হবে আজ। ডাবল হেডারের প্রথম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ইতিমধ্যেই শেষ চারে জায়গা পাকা করে নেওয়া ইংল্যান্ড। অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা কারা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে, কারাই বা যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সে সবই পরিষ্কার হয়ে যাবে আজ রাতের মধ্যেই।

ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ ১ থেকে কারা বিশ্বকাপের শেষ চারে?

Newest First Oldest First
11:18 PM, 6 Nov

দক্ষিণ আফ্রিকা জিতল ১০ রানে। সেমিফাইনালে পৌঁছে গেলেও অপরাজেয় থেকে গ্রুপ ১ থেকে শেষ চারে যেতে পারল না বিশ্বের ১ নম্বর টি ২০ দল ইংল্যান্ড।
11:16 PM, 6 Nov

কাগিসো রাবাডার হ্যাটট্রিক, ইংল্যান্ডের বিজয়রথ থামিয়েও টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।
11:08 PM, 6 Nov

শেষ ওভারে জিততে ইংল্যান্ডের দরকার ১৪ রান
11:02 PM, 6 Nov

শেষ ২ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২৫ রান। ৭ বলে ১৪ রানে অপরাজিত ইয়ন মর্গ্যান। ১৬ বলে ২৮ রানে ক্রিজে লিয়াম লিভিংস্টোন।
10:58 PM, 6 Nov

আগামী বছর টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে প্রথম রাউন্ডের ম্যাচ।
10:57 PM, 6 Nov

১৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৫৫। তিন ওভারে জিততে দরকার ৩৫ রান।
10:54 PM, 6 Nov

গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে অস্ট্রেলিয়া। অজিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান।
10:52 PM, 6 Nov

১৬তম ওভারে কাগিসো রাবাডা দিলেন ২০ রান। প্রথম তিন বলে তিন ছক্কা মারেন লিভিংস্টোন। ২৩ বলে ইংল্যান্ডের জিততে দরকার ৪৫
10:49 PM, 6 Nov

রাবাডার বলে লিভিংস্টোনের ছক্কা ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াকেও পৌঁছে দিল টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে
10:46 PM, 6 Nov

লিয়াম লিভিংস্টোনের ছক্কায় ম্যাচ শেষের আগেই টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বড় ছক্কা এটি, ১১২ মিটারের।
10:45 PM, 6 Nov

গ্রুপ ১-এ অপরাজেয় থেকে সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের শেষ ৫ ওভারে দরকার ৬৫ রান
10:45 PM, 6 Nov

১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১২৫
10:41 PM, 6 Nov

টি ২০ বিশ্বকাপে ভারতকে সুবিধা করে দিতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাকিস্তানের নেটাগরিকদের। ননসেন্স ট্রেন্ডিং বন্ধের দাবি তুলে পাল্টা হরভজন সিংয়ের
10:32 PM, 6 Nov

মঈন আলি ও ডেভিড মালান তৃতীয় উইকেট জুটিতে যোগ করলেন ৫১ রান। ১২.২ ওভারে ২৭ বলে ৩৭ করে শামসির দ্বিতীয় শিকার হলেন মঈন। ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১০। ১৩১ রান করে ফেললেই সেমিফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।
10:30 PM, 6 Nov

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিতে চলেছে ইংল্যান্ড। ৮৭ রান করার সঙ্গে সঙ্গেই গ্রুপ ১ থেকে এক নম্বর দল হিসেবে শেষ চারে ইয়ন মর্গ্যানের দল।
10:18 PM, 6 Nov

১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮০
10:14 PM, 6 Nov

৯ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭০। যদিও পায়ের চোটে বাইরে চলে যাওয়া জেসন রয় আর নামতে পারবেন না। আহত ও অবসৃত হওয়ার আগে তিনি করেন ২০ রান।
10:09 PM, 6 Nov

দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১৮৯ রান করায় ইংল্যান্ড ৮৭ রান করে ফেললেই টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে। ১৩১ বা তার কমে ইংল্যান্ডের ইনিংস শেষ হলে অস্ট্রেলিয়া নয়, শেষ চারে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।
10:05 PM, 6 Nov

জেসন রয় পায়ে চোট পেয়েছেন। হ্যামস্ট্রিং বা কাফ মাসলের চোট বলে মনে করা হচ্ছে। এই ম্যাচে তিনি আর খেলতে পারবেনা। ছিটকে যেতে পারেন বিশ্বকাপ থেকেই।
10:04 PM, 6 Nov

৬.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৯ রান। ২০ রান করে আহত হয়ে মাঠের বাইরে গিয়েছেন জেসন রয়। জস বাটলার ২৬ ও জনি বেয়ারস্টো ১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন। এনরিখ নরকিয়া ও তাবরেজ শামসি একটি করে উইকেট নিয়েছেন।
9:26 PM, 6 Nov

এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেননি। আরও একটি বিশ্বকাপ খেলতে চান। তবে সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন ক্রিস গেইল। শেষ ম্যাচে মজা করেছেন নানাভাবে, জানালেন ইউনির্ভাসাল বস।
9:22 PM, 6 Nov

ইংল্যান্ডকে ১৩১ বা তার কমে দক্ষিণ আফ্রিকা বেঁধে ফেললে অস্ট্রেলিয়া ছিটকে যাবে বিশ্বকাপ থেকে।
9:22 PM, 6 Nov

৫২ বলে ১০৩ রান যোগ করেন ডুসেন ও মার্করাম।
9:18 PM, 6 Nov

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ১-এর শেষ ম্যাচে শেষ চারে ওঠার মরিয়া লড়াই চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা। যদিও অস্ট্রেলিয়ার নেট রান রেট প্রোটিয়াদের কাজ কঠিন করে দিয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৬০ বলে সর্বাধিক ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনে নামা রাসি ভ্যান ডার ডুসেন। দুই ওপেনার রিজা হেন্ডরিক্স ২ ও কুইন্ট ডি কক ২৭ বলে ৩৪ রানে আউট হন। ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করে ২৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। মঈন আলি ও আদিল রশিদ একটি করে উইকেট নেন।
9:11 PM, 6 Nov

১৯ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৭৩
9:06 PM, 6 Nov

১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৬০। ৫৫ বলে ৮২ রানে অপরাজিত ভ্যান ডার ডুসেন। ১৮ বলে ৩৫ রানে ক্রিজে এইডেন মার্করাম।
8:59 PM, 6 Nov

১৭ ওভারে ২ উইকেটে ১৫০ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা।
8:53 PM, 6 Nov

১৬তম ওভারে ২১ রান দিলেন ক্রিস ওকস। রাসি ভ্যান ডার ডুসেন দুটি ও এইডেন মার্করাম একটি ছক্কা হাঁকান। ১৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১৩৯। ৪৯ বলে ৭৬ রানে অপরাজিত ডুসেন।
8:46 PM, 6 Nov

১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১১৮
8:16 PM, 6 Nov

১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৭৩ রান। কুইন্টন ডি কক ৩২ ও রাসি ভ্যান ডার ডুসেন ৩৪ রানে অপরাজিত। তৃতীয় ওভারে দলের ১৫ রানের মাথায় ২ রান করে মঈন আলির বলে বোল্ড হয়েছেন রিজা হেন্ডরিক্স
READ MORE

English summary
ICC T20 World Cup 2021: Get India, Pakistan, England, Australia, South Africa, West Indies and All Teams Cricket Updates From UAE on 6th November in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X