For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০ বিশ্বকাপের নাম বদলালো আইসিসি! ভনের রসিকতা, জেনে নিন আসল কারণ

আইসিসির ঘোষণা করেছে তারা বিশ্ব টি২০ টুর্নামেন্টের নাম বদলে টি২০ বিশ্বকাপ করবে। ২০২০ পুরুষদের সংস্করণ থেকেই এই নাম প্রয়োগ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে নাম বদলে গেল আইসিসি টি২০ বিশ্বকাপের। আইসিসি টুইট করে জানায় এখন থেকে আইসিসি ওয়ার্ল্ড টি২০-র বদলে টুর্নামেন্টকে ডাকা হবে আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ বলে। অর্থাত যে নামটি সাধারণভাবে ক্রিকেট মহলে পরিচিত।

আইসিসির এই 'বিশাল' বদল নিয়ে রসিকতার ধূম পড়ে গিয়েছে। বস্তুত, আইসিসি টুর্নামেন্টের নাম আইসিসি বিশ্ব টি২০ বললেও প্রথম থেকেই ক্রিকেট মহলে টুর্নামেন্টটিকে সবাই টি২০ বিশ্বকাপ বলেই জানেন। এ নিয়ে আইসিসিকে ব্যঙ্গ করতে ছাড়েননি প্রাক্তন ইংরেজ অধিায়ক মাইকেল ভনের মতো ক্রিকেটারও।

রাষ্ট্রপতির চেয়ার প্রত্যাখ্যান

রাষ্ট্রপতির চেয়ার প্রত্যাখ্যান

রাষ্ট্রপতি থাকাকালীন কোনও একটি অনুষ্ঠানে কালামের জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। তবে তিনি সেই চেয়ারে বসা প্রত্যাখ্যান করেন। কারণ, সেই চেয়ারটি অন্য চেয়ারগুলির চেয়ে অনেক বড় ছিল। এমন সম্মান পছন্দ হয়নি তাঁর।

ঘটনাটি ঘটে বারাণসীর আইআইটিতে। মোট পাঁচটি চেয়ার আনা হয়েছিল। মাঝখানের চেয়ারটি ছিল সবচেয়ে বড়, কালামের জন্য। কালাম ওই চেয়ার ছেড়ে পাশের সাধারণ চেয়ারে বসেন।

আইসিসির ঘোষণা

শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানায় তারা আইসিসি ওয়ার্ল্ড টি২০ টুর্নামেন্টটির নাম বর্তন করছে। ২০২০ সাল থেকে টুর্নামেন্টটি পরিচিত হবে আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ নামে। মহিলা ও পুরুষ দুই টুর্নামেন্টেই এই নামবদল ঘটছে।

দরদী কালাম

দরদী কালাম

সেইসময়ে তিনি ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-র চেয়ারম্যান। সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে সেখানকার বাইরের উঁচু দেওয়ালের মাথায় ভাঙা কাঁচ দেওয়া ছিল। কালাম তা সরিয়ে নিতে বলেন। কারণ পাঁচিলের উপরে ভাঙা কাঁচ থাকলে তাতে পাখি বসতে অসুবিধা হবে, এটাই ছিল কালামের বক্তব্য।

ভনের রসিকতা

আইসিসির এই ঘোষণার পরই প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন এক টুইট করে বলেন, 'সারা বছরের সেরা খবরটা পেলাম। এটা আমার উপর খুবই প্রভাব ফেলেছে! কি বিশাল পরিবর্তন ঘটে গেল...'

বিদ্যুতহীন জায়গায় একসঙ্গে ৪০০ ছাত্রের ক্লাস নেন

বিদ্যুতহীন জায়গায় একসঙ্গে ৪০০ ছাত্রের ক্লাস নেন

২০০২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর একটি স্কুলের অনুষ্ঠানে ক্লাস নেওয়ার কথা ছিল আব্দুল কালামের। যখন তিনি ক্লাস নেওয়া শুরু করেন, তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তবে তাতে বিরক্ত না হয়ে হলে বসা এত ছাত্রকে তাঁর কথা ধৈর্য ধরে শুনতে বলেন কালাম। এরপরে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ না এলেও তাঁর মোহময়ী বক্তৃতায় সকলকে বাকরুদ্ধ করেন কালাম।

কেন এই নাম বদল?

কেন এই নাম বদল?

ভন রসিকতা করলেও আইসিসির মতে এই নাম পরিবর্তন এক বিশাল পরিবর্তনের সূচক। তাদের বক্তব্য হল, এখনও নাকি ক্রিকেট বিশ্বে টেস্ট বা একদিনের ক্রিকেটের পাশে মর্যাদা পায় না টি২০ ক্রিকেট। তাই টি২০ কে ক্রিকেটের বাকি দুই সংস্করণের সমমর্যাদায় উন্নিত করতেই এই নাম বদলের সিদ্ধান্ত। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে এই টুর্নামেন্টের গুরুত্ব বাড়াতেও নামবদল সহায়তা করবে বলে দাবি আইসিসির।

নিজের জমানো অর্থের সবটুকু দান

নিজের জমানো অর্থের সবটুকু দান

সারাজীবনের যা সঞ্চয় ছিল তা কালাম একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থাকে দান করে দেন। ওই সংস্থাটি প্রত্যন্ত গ্রামের নাগরিকজীবন উন্নত করার প্রচেষ্টা চালায়।

নাম বদলকে স্বাগত

নাম বদলকে স্বাগত

এই নামবদলকে অবশ্য স্বাগত জানিয়েছেন সব ক্রিকেট খেলিয়ে দেশের অধিনায়কই। এমনটাই জানিয়েছে আইসিসি। ২০২০ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বে অস্ট্রেলিয়াতে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন টি২০-এর শীর্ষ প্রতিযোগিতা এখন বিশ্বকাপ। তার অংশ হতে পারবেন ভেবেই তিনি উত্তেজিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যখন নাম ছিল আইসিসি ওয়ার্ল্ড টি২০ তখন ভারত প্রথমবার সেই কাপ জিতেছিল। এই নাম বদলের পর অস্ট্রেলিয়াতে ভারত যদি প্রথম 'আইসিসি টি২০ বিশ্বকাপ' জিততে পারে সেটা দারুণ অভিজ্ঞতা হবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফ্লাফ দুপ্লেসি আবার জানিয়ে দিয়েছেন প্রথম 'আইসিসি টি২০ বিশ্বকাপ'-ই হবে তাঁর শেষ আইসিসি ইভেন্ট।

কোরান ও গীতা সবই পড়তেন কালাম

কোরান ও গীতা সবই পড়তেন কালাম

জন্মসূত্রে মুসলমান হলেও সর্বধর্মে বিশ্বাসী ছিলেন কালাম। কোরান, গীতা সবই পড়তেন তিনি। এমনকী সরস্বতীর হাতে থাকা বীণা বাজাতেও তিনি পারদর্শী ছিলেন।

'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'

'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'

তবে এই নাম বদলের পিছনে আসল কারণ হল আইসিসির 'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'। ২০১৯-এর গোড়াতেই যা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। মোদ্দা কথা হল ক্রিকেটগকে আইসিসি আরও বেশি দেশে ছড়িয়ে দিতে চাইছে। তাদের লক্ষ্য ফুটবলের মতোই সারা বিশ্বে জনপ্রিয় হোক ক্রিকেট। আজকের দিনে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের মতো সময় বহুল খেলা বিশ্বে সেভাবে জনপ্রিয়তা পাবে না, তা বুঝে গিয়েছে তারা। তাই টি২০ ক্রিকেটের উপর ভর করেই বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইছে তারা।

English summary
ICC has announced that they will rename the World T20 tournament as T20 World Cup. It will be applied from the 2020 men's edition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X