For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি টি২০আই র‌্যাঙ্কিং: প্রথম পাঁচে ঢুকে পড়লেন কুলদীপ, এই অস্ট্রেলিয় স্পিনারও

আইসিসির টি২০আই বোলারদের ক্রমতালিকায়, কুলদীপ যাদব ও অ্যাডাম জাম্পা, দুজনেই কেরিয়ারে প্রথমবারের মত প্রথম পাঁচে উঠে এলেন।

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে সিরিজের শেষ টি২০আই ম্যাচে জিতে ১-১ ফলে অস্ট্রেলিয়া সফরের টি২০আই সিরিজ শেষ করেছে ভারত। গোটা সিরিজে সাকুল্যে ১০০ ওভারও খেলা হনি। কিন্তু এর মধ্যেও কয়েকজন ক্রিকেটার পারফরম্যান্সের নিরিখে ছাপিয়ে গিয়েছেন বাকিদের।

সিরিজ শেষ হতেই আইসিসি তাদের টি২০আই ক্রমতালিকা আপডেচট করেছে। সেই সংশোধিত তালিকায় কিন্তু তাদের পারফরম্যান্সের প্রতিফলন চোখে পড়ছে। সিরিজে দুই স্পিনার কুলদীপ যাদব ও অ্যাডাম জাম্পা, দুই দলের দুই স্পিনারই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যথেষ্ট বেগ দিয়েছেন। তার পুরস্কার স্বরূপ দুই তরুণ স্পিনারই টি২০আই বোলারদের ক্রমতালিকায় কেরিয়ারে প্রথমবার উঠে এলেন প্রথম পাঁচজনের মধ্যে।

সবচেয়ে এগোলেন

সবচেয়ে এগোলেন

সিরিজ শুরুর আগে কুলদীপ ছিলেন ২৩তম স্থানে, আর জাম্পা ছিলেন ২২-এ। সিরিজ শেষে একলাফে ২০ ধাপ পেরিয়ে কুলদীপ এখন আছেন ৩ নম্বরে, আর জাম্পা ১৭ ধাপ উঠে রয়েছেন পঞ্চম স্থানে।

উঠলেন শিখরও

উঠলেন শিখরও

ব্যাটারদের তালিকায় দুই দলের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজের সেরা, ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। ৫ ধাপ উঠে তিনি তাঁর কেরিয়ারের সেরা একাদশতম স্থানে আছেন।

নামলেন যাঁরা

নামলেন যাঁরা

কুলদীপ ও জাম্পার উত্থানে প্রথম ২০ জনের তালিকা থেকে ছিটকে গিয়েছেন ভারতের জসপ্রিত বুমরা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এছাড়া ৩ ধাপ অবনমন হয়েছে ইমরান তাহিরের (নবম), চাহাল (একাদশ) নেমেছেন ৭ ধাপ, স্ট্যানলেক (১৪তম) ৫ ধাপ ও অ্যান্ড্রু টাই (১৮তম) নেমেছেন ৮ ধাপ।

শীর্ষে যাঁরা

শীর্ষে যাঁরা

টি২০আই ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বরে আছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম, বোলারদের তালিকার শীর্ষে আফগান স্পিনার রশিদ খান। ১ নম্বর অলরাউন্ডারদের অস্ট্রেলিয় গ্লেন ম্যাক্সওয়েল।

English summary
Kuldeep Yadav and Adam Zampa have entered into the top-five of the ICC Rankings for T20I Bowlers for the first time in their careers. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X