For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল আয়োজনে আর নেই বাধা

করোনায় স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল আয়োজনে আর নেই বাধা

  • |
Google Oneindia Bengali News

জল্পনা সত্যি করে করোনা ভাইরাসের জেরে অবশেষে চলতি বছরের জন্য স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এর ফলে ওই একই সময়ে আইপিএল আয়োজনের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সামনে যে আর কোনও বাধা রইল না, তা বলাই বাহুল্য। তাই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবরে যারপরনাই খুশি হয়েছেন আইপিএল প্রেমীরা।

করোনায় স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনায় স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করতে সোমবার বৈঠকে বসেছিল আইসিসি-র আইবিসি বোর্ড (কর্মাশিয়াল সাবসিডিয়ারি)। সেখানে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিনটি আইসিসি বিশ্বকাপের সম্ভাব্য সূচিও ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কী বক্তব্য আইসিসি-র

চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৬টি দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আয়োজক অস্ট্রেলিয়াই এ ব্যাপারে বেঁকে বসে। তাই সবদিক বিবেচনা করেই অবশেষে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করাই শ্রেয়।

পরিস্থিতির ওপর নজর রাখা হবে

পরিস্থিতির ওপর নজর রাখা হবে

আগামী বছর অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারিতে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা। করোনা পরিস্থিতি ততদিনে নিয়ন্ত্রণে না এলে সেই ইভেন্টও পিছিয়ে দেওয়া হতে পারে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, আপাতত কেবল পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

তিন বিশ্বকাপের ক্যালেন্ডার

তিন বিশ্বকাপের ক্যালেন্ডার

করোনা ভাইরাসের জেরে চলতি বছর স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর হবে কিনা, সে ব্যাপারে ধোঁয়াশা জারি রেখেছে আইসিসি। সোমবারের বৈঠকের পর কেবল জানানো হয়েছে যে ২০২১ ও ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে। যথাক্রমে ১৪ ও ১৩ নভেম্বর হবে দুই টুর্নামেন্টের ফাইনাল। উল্লেখ্য ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু অস্ট্রেলিয়া চাইছে ওই ইভেন্ট ২০২২ পর্যন্ত পিছিয়ে এ বছরের স্থগিত হওয়া বিশ্বকাপ ২০২১ সালে নিয়ে যেতে। যদিও এ ব্যাপারে আইসিসি-র তরফে কিছু বলা হয়নি। সঙ্গে জানানো হয়েছে, ভারতের অনুষ্ঠিত হতে চলা ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপও ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর।

আইপিএলের সম্ভাবনা উজ্জ্বল

আইপিএলের সম্ভাবনা উজ্জ্বল

করোনা ভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে, সেই স্থানে আইপিএল আয়োজন করা হবে বলে কবে থেকে জানিয়ে আসছে বিসিসিআই। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর কোনও বাধার সম্মুখীন হতে হবে না, তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি অগাস্টের শুরুতে প্রকাশ করতে পারে বিসিসিআই।

English summary
ICC postpone T20 World amid coronavirus and path cleared for IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X