For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু করল আইসিসি

কাতার টি-টেন লিগে দুর্নীতির অভিযাগ, তদন্ত শুরু করল আইসিসি

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে বিশ্বজুড়ে চেষ্টা চালাচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাঁদের দুর্নীতিদমন শাখাকেও এর জন্য যথেষ্ট শক্তিশালী করেছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগের উপর আইসিসির এই বিশেষ কমিটি কড়া নজর রেখেছে। এবার টি-টেন লিগের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করল আইসিসি।

কাতার টি-টেন লিগে দুর্নীতির অভিযাগ, তদন্ত শুরু করল আইসিসি

কাতার টি-টেন লিগের আসর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সত্যিই টুর্নামেন্টে কোনও দুর্নীতি হয়েছে কিনা, আইসিসি'র দুর্নীতি দমন শাখার অফিসাররা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। টুর্নামেন্টে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ক্রিকেটাররা খেলেছিলেন।

আইসিসি'র ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্সাল এক বিবৃতিতে জানিয়েছেন, '১২ মাস আগে আইসিসি এই টুর্নামেন্টের মালিকানা নিয়ে যাচাই হয়েছিল। সেই সময় আয়োজকরা ক্লাবের মালিকানা থেকে শুরু করে যাবতীয় সমস্ত তথ্য দিয়েছিলেন। পরবর্তী সময়ে দলের মালিকানায় পরিবর্তন নিয়ে কিছু তথ্য পাওযার পর সন্দেহ জাগে। এরপরই টুর্নামেন্টে কোনও ধরনের দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।'

প্রসঙ্গত ২০১৭ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টের তিনটি আসর হয়েছে। যার মধ্যে কেরালা নাইটস, নর্দ্যান ওয়ারিয়ার্স ও মারাঠা অ্র্যারাবিয়ান্স একবার করে ট্রফি জিতেছে।

English summary
ICC opens anti-corruption investigation into Qatar T10 League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X