For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার কাছে ফের হারল নিউজিল্যান্ড, একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর দল এখন ইংল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে পরাস্ত। আর সেই সুযোগেই বিশ্বের ১ নম্বর দল হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ভারত রয়েছে তৃতীয় স্থানে। নিউজিল্যান্ড এই ক্রমতালিকার শীর্ষে গিয়েছিল ইংল্যান্ডকে সরিয়েই। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১১৯।

একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর দল এখন ইংল্যান্ড

নিউজিল্যান্ড গত বছরের মে মাসে ইংল্যান্ডকে সরিয়ে একদিনের আন্তর্জাতিকে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজের দুটিতেই পরাস্ত হলো কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউয়ি ব্রিগেড। আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও পরাজয়ের পর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট হলো ১১৭। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারিয়েও দেয় তাহলেও শীর্ষস্থান তারা দখল করতে পারবে না। শেষ ম্যাচে জিতলে নিউজিল্যান্ড ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৯ স্পর্শ করবে, কিন্তু থাকতে হবে দুইয়েই।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ভারত। মেন ইন ব্লু-র রেটিং পয়েন্ট ১১১। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। তার আগে অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি ২০ ম্যাচও খেলবে রোহিত শর্মার দল। ভারতের পরেই রয়েছে পাকিস্তান (রেটিং পয়েন্ট ১০৭)। অস্ট্রেলিয়া রয়েছে পঞ্চম স্থানে, অজিদের রেটিং পয়েন্ট ১০৪। ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, রেটিং পয়েন্ট ১০১। সাতে বাংলাদেশ, আটে শ্রীলঙ্কা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং দশে রয়েছে আফগানিস্তান।

আজ কেয়ার্নসে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। স্টিভ স্মিথ সর্বাধিক ৬১ রান করেন। মিচেল স্টার্ক ৩৮ রানে অপরাজিত থাকেন। ট্রেন্ট বোল্ট চারটি এবং ম্যাট হেনরি তিনটি উইকেট দখল করেন। জবাবে ৩৩ ওভারে মাত্র ৮২ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান পান। সর্বাধিক ১৭ রান কেন উইলিয়ামসনের। ১৬ রানে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। একদিনের আন্তর্জাতিকে এটি নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। অ্যাডাম জাম্পা ৩৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। মিচেল স্টার্ক ও সিন অ্যাবট পেয়েছেন দুটি করে উইকেট। ১১৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজ আজই পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। রবিবার সিরিজের শেষ ম্যাচ খেলে অজিরা ভারত সফরে আসবে।

English summary
ICC ODI Team Rankings: England Moved To The Top Spot, India Are At Third Position. Second Consecutive Loss In The Series Against Australia Sees New Zealand Drop To Second Place.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X