For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুলাই পর্যন্ত ঝুলে রইল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য! আইসিসি-র বৈঠকে কী সিদ্ধান্ত

জুলাই পর্যন্ত ঝুলে রইল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য! আইসিসি-র বৈঠকে কী সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

বুধবারের বোর্ড মিটিংয়েও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না আইসিসি। একই সঙ্গে ঝুলে রইল মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্যও। করোনা ভাইরাসের প্রভাব এখনও নিয়ন্ত্রণে না আসায় আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বব্যাপী সাড়ে ৭৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে দুই লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে করোনা। একমাত্র নিউজিল্যান্ড ছাড়া সব দেশেই লকডাউন জারি রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বহির্দেশীয় বিমান পরিষেবা।

কবে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ

কবে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের আসর বসাতে চাইছে না অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কবে হবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তা নিয়ে চূড়ান্ত নিতে বুধবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিলেন আইসিসি বোর্ডের সদস্যরা।

এক মাস পিছোল

এক মাস পিছোল

বুধবারের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। তাদের বক্তব্য, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় এখনই এই টুর্নামেন্ট নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সঠিক হবে না। ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য আরও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রেও নিয়েছে আইসিসি।

সবার সঙ্গে কথা বলতে চায় আইসিসি

সবার সঙ্গে কথা বলতে চায় আইসিসি

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হতে চাইছে আইসিসি। সবকটি ক্রিকেট খেলিয়ে দেশের সদস্য, টুর্নামেন্টের ব্রডকাস্টার, অংশীদার, সব দেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তারা এ ব্যাপারে চূড়ান্ত নিতে চায় বলে জানিয়েছে আইসিসি।

English summary
ICC has decided to take a call on T20 World Cup in July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X