For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনার মাঝেই আইসিসির নির্বাচনের আগে কেন বড় ধাক্কা শশাঙ্ক মনোহরের

টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনার মাঝেই আইসিসির নির্বাচনের আগে কেন বড় ধাক্কা শশাঙ্ক মনোহরের

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী ক্রিকেটের রূপরেখা তৈরি এবং এ বছরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালাচ্ছে আইসিসি। এর মাঝে আইসিসি নির্বাচনে নিয়ে সরগরম পরিবেশ। আর সেই নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন শশাঙ্ক মনোহর।

কেন ধাক্কা

কেন ধাক্কা

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আর্থিক লেনদেনের অভিযোগ এনেছিলেন। এই অভিযোগই এবার এথিক্স অফিসার খারিজ করে দিলেন।

এথিক্স অফিসার যা জানাল

এথিক্স অফিসার যা জানাল

আর্থিক লেনদেনের অভিযোগ এনে নির্বাচন স্থগিত হোক চেয়েছিলেন মনোহর। তবে এথিক্স অফিসার স্পষ্ট জানিয়ে দিয়েছেন,নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও লেনদেন ইংল্যান্ড-ওয়ালস ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়নি।

ইসিবি চেয়ারম্যানই তবে এবার আইসিসি চেয়ারম্যান?

ইসিবি চেয়ারম্যানই তবে এবার আইসিসি চেয়ারম্যান?

এথিক্স অফিসাররে এই রিপোর্ট আসার পর ক্রিকেট দুনিয়ায় সংশ্লিষ্টমহল মনে করছে ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভসের এবার নতুন আইসিসি চেয়ারম্যান হওয়া এখন সময়ের অপেক্ষা। ৩১ অগস্ট ইসিবি চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন কলিন।

বিশ্বকাপের ভবিষ্যৎ

বিশ্বকাপের ভবিষ্যৎ

অন্যদিকে এবছর করোনা ভাইরাসের কারণে আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যতে এখন আঁধার নেমেছে। করোনা ধাক্কার কারণে ফাঁকা মাঠে টুর্নামেন্ট করার পরিবর্তে আয়োজক অস্ট্রেলিয়া ২০২১ সালে বিশ্বকাপের আয়োজন করতে চায়।

বিশ্বকাপ কী স্থগিত হচ্ছে

বিশ্বকাপ কী স্থগিত হচ্ছে

প্রসঙ্গত ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। করোনা ধাক্কায় ২০২০ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত গয়ে ২০২১ সালে হলে, সেবছরের বিশ্বকাপটি ভারতের আয়োজন করার কথা। সেক্ষেত্রে ভারত ২০২১ বিশ্বকাপ ছাড়তে রাজি নয়। কারণ হিসেবে বোর্ডের বক্তব্য এবছর করোনা ধাক্কা সামলেও বিসিসিআই বছর শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে দল পাঠাচ্ছে। করোনায় সব ক্রিকেট বোর্ডেরই ক্ষতি। বছর শেষে অস্ট্রেলিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করতে পারলে, ২০২০ সালে অস্ট্রেলিয়া নিশ্চয়ই বিশ্বকাপও আয়োজন করতে পারবে।

English summary
ICC Election fever: set back for Shashank Manohar after Ethics Officer quashes ECB-CWI money matter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X