For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎই সিইও-কে ছুটিতে পাঠাল আইসিসি, কী এমন করলেন মনু?

হঠাৎই সিইও-কে ছুটিতে পাঠাল আইসিসি, কী এমন করলেন মনু?

  • |
Google Oneindia Bengali News

চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও মনু সাওনেকে ছুটিতে পাঠাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এক রিপোর্টে বলা হয়েছে যে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অনধিকারপ্রবেশ সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যা ক্রিকেট অ্যাসোসিয়েশন ভাল চোখে দেখছে না বলেও জানানো হয়েছে।

হঠাৎই সিইও-কে ছুটিতে পাঠাল আইসিসি, কী এমন করলেন মনু?

সূত্রের খবর, মনু সাওনের আচরণ নিয়ে একাধিক আভ্যন্তরীণ অভিযোগ জমা পড়ার পর এই ইস্যুতে পদক্ষেপের সিদ্ধান্ত নেয় আইসিসি। ইংল্যান্ড-স্থিত প্রাইস ওয়াটার হাউস কুপার্স বা পিডব্লুসি-কে এর তদন্তের ভার দেওয়া হয় বলে জানানো হয়েছে। প্রায় এক বছর ধরে অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ একত্রিত করা হয় বলে সূত্রের খবর। সেখানে মনু সাওনের বিরুদ্ধে কর্মী হেনস্থার একাধিক অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে আইসিসি-র একাধিক কর্মী, কর্তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

সূত্রের খবর, পিডব্লুসি-র দেওয়া আংশিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে সিইও মনু সাওনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আইসিসি। ঠিক হয় যে বড়সড় শাস্তি দেওয়ার আগে ওই পদাধিকারিকে লম্বা ছুটিতে পাঠানো হবে। সূত্রের খবর, সেই মতো পদক্ষেপও করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এ ব্যাপারে আরও তথ্যপ্রমাণ জোগাড় করা হবে বলে আইসিসি সূত্রে খবর।

সিইও মনু সাওনের বিরুদ্ধে তদন্তের জন্য গত জানুয়ারিতে পিডব্লুসি-কে নিযুক্ত করে আইসিসি। সংস্থার সম্পূর্ণ রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে। তারপর যে মনুর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্তই নেওয়া হবে, তা প্রায় নিশ্চিত বলে সূত্র মারফত জানা গিয়েছে। এবং সেটা যে আইসিসি-র কাছে খুব একটা স্বস্তিজনক হবে না, তাও স্পষ্ট। উল্লেখ্য দুই বছর আগে আইসিসি-র সিইও নিযুক্ত হয়েছিলেন মনু সাওনে। এরপর থেকে তাঁর অত্যাচারে কর্মীরা নাজেহাল বলে অভিযোগ উঠেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অনন্য নজিরের মুখে বিরাটইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অনন্য নজিরের মুখে বিরাট

English summary
ICC Chief Executive Manu Sawhney to go on leave after investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X