For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবরের মুকুটে নয়া পালক, আইসিসি-র তরফ থেকে পেলেন এই সম্মান

বাবরের মুকুটে নয়া পালক, আইসিসি-র তরফ থেকে পেলেন এই সম্মান

Google Oneindia Bengali News

নয়া পালক যুক্ত হল বাবরের মুকুটে। আসিসি'র বিচারে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

 বাবরের মুকুটে নয়া পালক, আইসিসি-র তরফ থেকে পেলেন এই সম্মান

২০২১ সালে ৬টি ওডিআই ম্যাচে ৪০৫ রান রয়েছে বাবরের দখলে। গত বছর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর গড় চোখ ধাঁধানো। ৬৭.৫০ গড়ে দু'টি শতরানও রয়েছে বাবরের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী পাকিস্তান দলের চালিকাশক্তি ছিলেন বাবর। শুধু ব্যাট হাতেই নয়, তাঁর অধিনায়কত্বের দক্ষতার প্রমাণ পাওয়া গিয়েছে প্রোটিয়া বাহনীর বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজে যেই দুই ম্যাচ পাকিস্তান জিতেছিল সেই দুই ম্যাচেই সেরা নির্বাচিত হয়েছিলেন এই তারকা। ওই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। কাগিসো রাবাড-লুঙ্গি এনগিডিদের বিরুদ্ধে ২২৮ রান করেছিলেন তিনি।

শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়, ইংল্যান্ডের বিরুদ্ধেও কথা বলেছিল বাবরের ব্যাট। কিন্তু দলের বাকিদের থেকে কোনও সাহায্য না পাওয়ার ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল সবুজ জার্সিধারীরা। ওই সিরিজেও ধুকতে থাকা পাকিস্তান ব্যাটিংয়ে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছিলেন বাবর, করেছিলেন ১৭৭ রান। ওডিআই ফরম্যাটে বাবর আজমের সঙ্গে আইসিসি বর্ষ সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

২০২১ সালে ওডিআই ক্রিকেটে বাবরের সেরা পারফরম্যান্স এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে দেশের সম্মান এবং বিশ্বকাপে সুপার লিগের পয়েন্টের জন্য বার্মিংহামে মাঠে নেমেছিল বাবর আজমের দল। ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৩৩১ রান তুলেছিল পাকিস্তান যার মধ্যে দলের রানের প্রায় অর্ধেক এসেছিল বাবর আজমের ব্যাট থেকে। ওই ম্যাচে প্রথম উইকেটে ইমাম-উল-হকের সঙ্গে জুটি বেঁধে ৯২ রান তোলেন বাবর। ৭২ বলে অর্ধ-শতরান করেছিলেন তিনি। পরবর্তী পঞ্চাশ রান করতে তিনি নিয়েছিলেন ৩২ বল। গত বছর এটা ছিল তাঁর দ্বিতীয় শতরান।

অপর দিকে, আইসিসি'র বিচারে বর্ষ সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেলি লি। এ ছাড়া আইসিসি'র বর্ষ সেরা আম্পায়ারের সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারেস ইরাসমাস। ২০১৬ এবং ২০১৭ সালের পর তৃতীয়বার এই সম্মান অর্জন করলেন তিনি। দক্ষিণ আফ্রিকা এবং ভারতর মধ্যে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজেও আম্পায়ারিং-এর দায়িত্ব সামলেছেন ৫৭ বছর বয়সী ইরাসমাস।

English summary
ICC mens odi cricketer of the year 2021 award named to Pakistan skipper Babar Azam. ICC declares that in their website. Pakistan skipper played 6 odi last year and score 405 runs with 67.50 avarage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X