কোহলির মুকুটে নতুন পালক, ১০ বছরে বিশ্বের সেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত বিরাট
বছর শেষে বিরাট কোহলির মুকুটে নতুন পালক। রবিবার দশকের সেরা টি-২০, ওডিআই ও টেস্ট দল ঘোষণা করেছিল আইসিসি। এবার দশকের সেরা ওডিআই ক্রিকেটার ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

শেষ ১০ বছরে ওডিআইতে সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে বেছে নিল আইসিসি। ২০০৮ সালে দেশের হয়ে ক্রিকেটে অভিষেক, এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। পরের সময়টা আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিরাটকে।

এই দশকে ওডিআইয়ে বিরাটের সেঞ্চুরি সংখ্যা কটি
২০২০ সাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের নামের পাশে টেস্ট ও ওডিআই মিলিয়ে ৭০টি সেঞ্চুরি রয়েছে। যার মধ্য়ে এই দশকে দুই ফর্ম্যাট মিলিয়ে বিরাট ৬৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে ২০১১- ২০২০ অর্থাৎ এই দশকে ৩৯টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। সব মিলিয়ে বিরাটের ওডিআইয়ে ৪৩টি ও টেস্টে ২৭টি সেঞ্চুরি রয়েছে।

শেষ ১০ বছরে রান মেশিন বিরাটের ওডিআই সাফল্য
১) ২০১১ সালে ভারতের জার্সিতে ওডিআই বিশ্বকাপ জেতেছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি হাঁকান। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ রানের দামি ইনিংস খেলেছিলেন।
২) ধোনির অধিনায়কত্বে ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিরাট।
৩)এই দশকের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাটের ১০ হাজারের বেশি ওডিআই রান রয়েছে।

বিরাটের আরও সাফল্য
৪) দশকে ৩৯টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি
৫) ওডিআইয়ে বিরাটের ব্যাটিং গড় ৬১.৮৩।
৬)ব্যাটে অনবদ্য পারফর্ম্যান্সের পাশাপাশি ১১২টি ক্যাচ নিয়েছেন।

কোহলির কাছে দশকের সেরা ৩ মুহূর্ত
অন্যদিকে দশকের সেরা তিন ক্রিকেট মুহূর্ত বাছতে বলায়, ২০১১ সালে দেশের হয়ে বিশ্বকাপ জয়, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর মুহূর্তকে বেছে নিয়েছেন বিরাট।