For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট নিয়ে এই সিদ্ধান্ত নিলে ভুল করবে অজিরা, কেন এমন বললেন চ্যাপেল

এবার ভারতের অস্ট্রেলিয়া সফরে দিন রাতের টেস্ট নিয়ে বড় মন্তব্য করলেন অজিদের প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। 

  • |
Google Oneindia Bengali News

ইডেনে পিঙ্ক বল টেস্টের পর ভারতের দ্বিতীয় গোপালি টেস্ট কবে? সেই উত্তর ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সেই সঙ্গে অস্ট্রলিয়া সফরে ভারত কি দিন রাতের টেস্ট খেলবে সেই নিয়েও ক্রিকেটমহলে জোরালো আলোচনা চলছে। এবার ভারতের অস্ট্রেলিয়া সফরে দিন রাতের টেস্ট নিয়ে বড় মন্তব্য করলেন অজিদের প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

চ্যাপেলের মন্তব্য

চ্যাপেলের মন্তব্য

চ্যাপেল বলেছে ২০২০-২১ ক্রিকেট মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে দুটি দিন রাতের টেস্ট আয়োজন করলে শেষটায় এই সিদ্ধান্ত অজি দলের উপরই বুমেরাং হয়ে ফিরতে পারে।

কেন এমন বললেন চ্যাপেল

কেন এমন বললেন চ্যাপেল

অস্ট্রেলিয়ার তারকা কিংবদন্তি ক্রিকেটারের মত, 'পিঙ্ক বলে ভারতও দারুণ দল। সবে মাত্র একটি পিঙ্ক বল টেস্ট খেললেও পেস আক্রমণে বৈচিত্র্য ও শক্তি রয়েছে। সেক্ষেত্রে ঘরের মাঠে ভারতকে দুই পিঙ্ক বল টেস্টে ঠেলে গিয়ে সুবিধে পাওয়ার ভাবনা ব্যাকফায়ার করতেও পারে।'

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কটি পিঙ্ক বল টেস্ট খেলেছে

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কটি পিঙ্ক বল টেস্ট খেলেছে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত ১২টি পিঙ্ক বল টেস্ট হয়েছে। যার মধ্যে নভেম্বরে ইডেনে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ছিল ক্রিকেটের ইতিহাসের বারোতম পিঙ্ক বল টেস্ট। এর মধ্যে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি দিন রাতের টেস্ট খেলেছে। যার মধ্য়ে ৬ ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া

 ঘরের মাঠে অজিদের পিঙ্ক বল টেস্টে জয়

ঘরের মাঠে অজিদের পিঙ্ক বল টেস্টে জয়

ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে অজিদের জয়ের রেকর্ড একশো শতাংশ। এখনও পর্যন্ত অজিরা যেকটি পিঙ্ক বল টেস্ট খেলেছে সবকটিই নিজেদের ঘরে খেলেছে। সেখানে ঘরের মাঠে ৬ ম্যাচ খেলে ৬ ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

English summary
Ian Chappell says, 2 Day-night Tests against india in Australia may backfire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X