For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্তিকের পরিবর্তে প্রতি ম্যাচে খেলানো উচিৎ পন্থকে, ঋষভের হয়ে জোর সাওয়াল কিংবদন্তি অজি তারকার

কার্তিকের পরিবর্তে প্রতি ম্যাচে খেলানো উচিৎ পন্থকে, ঋষভের হয়ে জোর সাওয়াল কিংবদন্তি অজি তারকার

Google Oneindia Bengali News

টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থকে বসিয়ে ভারতীয় দল প্রথম উইকেটরক্ষক হিসেবে খেলাচ্ছে দীনেশ কার্তিকের। দক্ষ ফিনিশার হিসেবে পরিচিত দীনেশ এবং সেই কারণে ভারতীয় দলে ঋষভের আগে তাঁকে খেলানো হচ্ছে। তবে, ভারতীয় দলের এই স্ট্র্যাটেজিতে খুশি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ন চ্যাপেল। তিনি মনে করেন বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই খেলানো উচিৎ ঋষভকে।

টি-২০ বিশ্বকাপেঋষভকেবেঞ্চে রেখে দীনেশ কার্তিককেপ্রথম একাদশে সুযোগ:

টি-২০ বিশ্বকাপেঋষভকেবেঞ্চে রেখে দীনেশ কার্তিককেপ্রথম একাদশে সুযোগ:

চলতি টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থকে বেঞ্চে রেখে দীনেশ কার্তিককে এখনও পর্যন্ত টি ২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে খেলিয়েছে ভারতীয় টিম ম্যানেজেমন্ট। দীনেশ এক জন দক্ষ ফিনিশার। আইপিএল-এ বিশ্বের তাবড় তাবড় বোলারদের সামনে বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কার্তিক। উইকেটরক্ষক - ব্যাটসম্যান হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ কার্তিক হলেও অনেকেই মনে করেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আগে জাতীয় দলে সুযোগ পাওয়া উচিৎ তরুণ ঋষভের।

ঋষভ পন্থকে খেলানোর পক্ষে সাওয়াল ইয়ন চ্যাপেলের:

ঋষভ পন্থকে খেলানোর পক্ষে সাওয়াল ইয়ন চ্যাপেলের:

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ন চ্যামেল টিম ডেভিড প্রসঙ্গে বলতে গিয়ে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থের উদাহরণ টেনে আনেন। তিনি সিডনি মর্নিং হেরল্ডকে বলেছেন, "আন্তর্জাতিক স্তরে কী করেছে টিম ডেভিড? অনেক সময় ঘরোয়া ক্রিকেটে ফর্মের বিচারে নির্বাচকরা দল গঠন করে, এবং আমার মনে হয় ভারত এর আদর্শ উদাহরন। ঋষভ পন্থের আগে ওরা দীনেশ কার্তিককেখেলাচ্ছে। অবিশ্বাস্য! আমি বলতে চাই ঋষভ পন্থের সব ম্যাচ খেলা উচিৎ। এটাইহচ্ছে প্রবণতা।"

বিশ্বকাপে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি দীনেশ কার্তিক:

বিশ্বকাপে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি দীনেশ কার্তিক:

এখনও পর্যন্ত ভারতের সুপার ১২-এর চার ম্যাচের প্রতিটি খেলেছেন কার্তিক। তিন ইনিংসে তাঁর মোট সংগ্রহ ১৪। পাকিস্তানের বিরুদ্ধে ১ রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ রান এবং বাংলাদেশের বিরুদ্ধে ৭ রান করেন কার্তিক। যদিও বাংলাদেশের বিরুদ্ধে তিনি রান আউট হয়েছিলেন। এখনও পর্যন্ত তিন ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি কার্তিক। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ১২-এর শেষ ম্যাচ খেলবে ভারত।

সম্ভবত শেষ টি-২০ বিশ্বকাপ খেলছেন কার্তিক:

সম্ভবত শেষ টি-২০ বিশ্বকাপ খেলছেন কার্তিক:

এটাইখুব সম্ভবত কেরিয়ারের শেষ টি-২০ বিশ্বকাপ খেলছেন দীনেশ কার্তিক। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পরিবর্তনের আভাস দিয়েছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হওয়া টি-২০ সিরিজে খেলেননি দীনেশ কার্তিক। ২০২২ সালে ২৮টিআন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন কার্তিক।

English summary
Ian Chappell reckons Rishabh Pant should play in T20 World Cup ahead of Dinesh Karthik.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X