For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠিক কবে আই লিগ জয়ের উৎসব পালন করবে এটিকে মোহনবাগান, থাকছে কী কী অনুষ্ঠান

ঠিক কবে আই লিগ জয়ের উৎসব পালন করবে এটিকে মোহনবাগান, থাকছে কী কী অনুষ্ঠান

  • |
Google Oneindia Bengali News

কথামতো আগামী ১৮ অক্টোবর গত মরশুমের আই লিগ জয়ের উৎসব পালন করতে চলেছে এটিকে মোহনবাগান। একাধিক অনুষ্ঠান এবং কর্মসূচির মাধ্যমে ট্রফি ক্লাব তাঁবুতে আনা বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে সামিল হবেন এআইএফএফের কর্তারাও।

ঠিক কবে আই লিগ জয়ের উৎসব পালন করবে এটিকে মোহনবাগান, থাকছে কী কী অনুষ্ঠান

গত মরশুমের আই লিগে দাপট দেখিয়ে খেলে তৎকালীন মোহনবাগান। ১৪ ম্যাচ বাকি থাকতে খেতাব জেতে সবুজ-মেরুণ। কারণ করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্টই বন্ধ করে দেওয়া হয়। মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেও এআইএফএফের তরফে জানিয়ে দেওয়া হয়, দেরিতে ট্রফি পাবে মেরিনার্সরা। পরে ফেডারেশনের তরফে জানানো হয় যে ১৮ অক্টোবর আই লিগ জয়ী ক্লাবের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

সেই মতো অনুষ্ঠান সূচি তৈরি করে ফেলেছে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার ক্লাবের তরফে জানানো হয়েছে যে ১৮ অক্টোবর অর্থাৎ রবিবার সকাল এগারোটা আই লিগ ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও এআইএফএফের কর্তারা। গত মরশুমের আই লিগ জয়ী সদস্যদের মধ্যে যারা কলকাতায় রয়েছেন, তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। যারা শহরে নেই, তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযোগ করা হবে বলে এটিকে মোহনবাগানের তরফে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের কথা মাথায় রেখে অনুষ্ঠান সাদামাটা করা হচ্ছে বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কর্তারা। তবে হোটেল থেকে বিরাট শোভাযাত্রার মাধ্যমে আই লিগ ট্রফি ক্লাব তাঁবুতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ক্লাব তাঁবুতে সদস্য-সমর্থকদের জন্য কাঁচের বাক্সে রাখা থাকবে আইলিগ ট্রফি। প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাবে গিয়ে ট্রফির ছবি তোলা যাবে।

English summary
I-League champion ATK Mohun Bagan will celebrate it's trophy presentation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X