হারার আগে হারে না ইস্টবেঙ্গল - স্পিরিটটাই সম্বল! শনিবার কোঝিকোড়ে শেষ লড়াইয়ে লাল-হলুদ
শনিবারই সেই দিন, আই লিগের এসপার অথবা ওসপার। ঠিক হয়ে যাবে আইলিগ ট্রফি কলকাতায় আসবে নাকি যাবে চেন্নাই। সবটাই চেন্নাই সিটির উপর নির্ভর করলেও, নিজেদের হাতে থাকা কাজটা অর্থাত গোকুলাম কেরল-কে হারানো-তে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না লাল-হলুদ। ইস্টবেঙ্গল সমর্থকরা বলেন তাঁদের দল হারার আগে হারে না। সেই লড়াইয়ের মানসিকতাই এখন সম্বল।
ঘরের মাঠে শেষ ম্যাচে আইজলের বিরুদ্ধে ম্য়াচ ড্র করার পর অতি বড় লাল-হলুদ সমর্থকও আশা করেননি ট্রফি জয়ের। কিন্তু চটার্চিলের বিরুদ্ধে চেন্নাইয়ের নাটকীয় হার আর পাশাপাশি রিয়াল কাশ্মীর ও মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে দুটি অ্যাওয়ে ম্যাচে জয় শেষ দিন পর্যন্ত খেতাবের দৌড়ে রেখে দিয়েছে মেনেন্দেজ বাহিনীকে।

হরভজন সিং-গীতা বসরা
দীর্ঘদিনের বান্ধবী গীতার সঙ্গে আজই গাঁটছড়া বাঁধবেন হরভজন। রিসেপশন হবে ১ নভেম্বর।

ইস্টবেঙ্গল দলের খবর
৪টি হলুদ কার্ড দেখায় মিনার্ভা ম্যাচে খেলতে পারেননি বোরহা গোমেজ। শনিবারের ম্যাচে সালাম রঞ্জন সিং-এর জায়গায় তিনি ফিরছেন। অর্থাত বাইরে যেতে হবে টোনি ডোভালেকে। তাঁর জায়গায় দলে আসবেন সম্ভবত ব্র্যান্ডন। ভারতের অনুর্ধ্ব-২৩ দলে যোগ দেওয়ার জন্য লেফট ব্যাকে নেই কমলপ্রিত সিং। তাঁর জায়গায় খেলবেন মনোজ মহম্মদ। জবি নেই, তাই স্ত্রী সন্তান সম্ভবা হলেও থেকে গিয়েছেন এস্কেদা।

বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি রিসেপশনে থাকবেন। অনুষ্কা শর্মার আসার কথা থাকলেও বোধহয় তিনি আসছেন না।

গোকুলাম কেরল দলের খবর
এই মরসুমটা কেরলের দলটির খুব খারাপ গিয়েছে। পর পর ১৩ ম্যাচ জয়হীন থাকার পর শেষ ম্যাচেই ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে তারা মরসুমের তৃতীয় জয় পেয়েছে। কিন্তু এরপরই আবার তারকা স্ট্রাইকার ফেলিপে দে কাস্ত্রো-কে ফেডারেশন ১ বছরের জন্য নির্বাসন দিয়েছে।

শাহরুখ খান
বলিউড বাদশা তথা কেকেআর মালিক শাহরুখ হরভজন ও গীতাকে আশীর্বাদ দিতে উপস্থিত থাকবেন।

প্রথম লেগের ফল ও সাম্প্রতিক ফর্ম
আইলিগের প্রথম লেগের ম্য়াচে এবারের আইলিগ মরসুমের প্রথম কলকাতা ডার্বির ঠিক আগে ৩-১ গোলে গোকুলামকে হারিয়েছিল লাল-হলুদ। মশালবাহিনীর পক্ষে গোল করেছিলেন ব্র্যান্ডন, জবি ও চুলোভা।
ইস্টবেঙ্গল ৩ - ১ গোকুলাম, ৮ ডিসেম্বর, ২০১৮
গত ৫ ম্য়াচে ১টি ম্য়াচেও হারেনি লাল-হলুদ।
গোকুলাম কেরল: জয়-হার-ড্র-ড্র-হার
ইস্টবেঙ্গল: জয়-জয়-ড্র-ড্র-জয়

যুবরাজ সিং
ভাজ্জির সঙ্গীত অনুষ্ঠানে যুবরাজ ছিলেন। ফলে রিসেপশনের দিন থাকবেন না সেটা হয় নাকি? অবশ্যই থাকবেন ভাজ্জির প্রিয় বন্ধু যুবরাজ।

সম্ভাব্য প্রথম একাদশ
গোকুলাম কেরল: অর্ণব দাস শর্মা (গোলরক্ষক), মহম্মদ ইরশাদ, আন্দ্রে এটিয়েন, ড্যানিয়েল অ্যাডো (অধিনায়ক), মেহতাব সিং, দীপক কুমার, ফাবিয়েন ভোরবে, মুসা মুদ্দে, অর্জুন জয়রাজ, ইজিওগু এমানুয়েল, মার্কাস জোসেফ।
তারকা - মার্কাস জোসেফ, ফাবিয়েন ভোরবে
ইস্টবেঙ্গল: রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, জনি আকোস্টা, বোরজা গোমেজ, মনোজ মহম্মদ, লালদানমাউয়িয়া রালতে, কাসিম আইদারা, লালরিন্ডিকা রালতে (ক্যাপ্টেন), ব্র্যান্ডন ভানলালরেমডিকা, হাইমে কোলাদো, এনরিকে এস্কেদা।
তারকা - বোরজা গোমেজ, হাইমে কোলাদো, এনরিকে এস্কেদা

নরেন্দ্র মোদী
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভাজ্জির রিসেপশনে থাকবেন প্রধানমন্ত্রীও।

কখন কোথায় দেখা যাবে?
গোকুলাম কেরল এফসি বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯
স্থান - ইএমএস স্টেডিয়াম, কোজিকোড়
তারিখ - ৯ মার্চ, শনিবার
টিভি - স্টার স্পোর্টস ১
অনলাইন - হটস্টার ও জিও টিভি

বীরেন্দ্র শেহওয়াগ
ভাজ্জির প্রিয় বন্ধু শেহওয়াগও দিল্লিতে হওয়া রিসেপশনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

অমিতাভ বচ্চন
নবদম্পতিকে আশীর্বাদ দিতে হরভজনের রিসেপশনে দেখা যাবে বিগ বি-কেও।