For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফ হল লাল-হলুদের আইলিগের রাস্তা! ইম্ফলে ছয় গোলের রোমাঞ্চে চেন্নাইকে চমকে দিল নেরোকা

সোমবার (১১ ফেব্রয়ারি) ইম্ফলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েও চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে নেরোকা এফসি ৩-৩ ফলে ম্যাচ ড্র করল।
 

Google Oneindia Bengali News

আর বাকিদের উপর নির্ভর করতে হবে না। ফের একবার আইলিগ জেতা নিজেদের সাধ্যের মধ্যে এসে গেল ইস্টবেঙ্গলের। ইম্ফলে চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে ০-৩ গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ ৩-৩ গোলে অমিমাংসিত রাখল নেরোকা এফসি। ফলে ২ পয়েন্ট হারাল চেন্নাই। ইস্টবেঙ্গল এখন নিজেদের ম্যাচগুলি সবকটি জিততে পারলেই চ্যাম্পিয়ন হবে।

সাফ হল লাল-হলুদের আইলিগের রাস্তা

এদিন প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছিলেন চেন্নাইয়ের গোল মেশিন মেদ্রো মানজি (৩৫', ৪২', ৪৫+১')। কিন্তু তাতেও লিগ শীর্ষে থাকা দলের ৩ পয়েন্ট পাওয়া নিশ্চিত হয়নি।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের স্বাক্ষর রাখল মণিপুরের দলটি। তাদের হয়ে গোল করা শুরু করেন ফেলিক্স চিডি (৫২)। তাঁকে গোলের বল বাড়িয়েছিলেন চেঞ্চো। এরপর চেঞ্চো (৬৮') নিজেই একটি গোল করেন। আর নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে তৃতীয় গোলটি করে চেন্নাইয়ের ২ পয়েন্ট কাড়া নিশ্চিত করেন আরিয়ান উইলিয়ামস।

এদিনের হারের পর চেন্নাই সিটির কোচ আকবর নওয়াজ জানিয়েছেন, তাঁদের কাছে জয়ের বাইরে সব ফলই হার। তিনি জানিয়েছেন, তাঁদের স্থানীয় খেলোয়াড়রা অনভিজ্ঞতার কারণে মাঝে মাঝে তাঁরা স্নায়ুর চাপে পড়ে যান। সেটাই হারের মূল কারণ।

এদিনের ম্যাচের পর ১৬ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট হল ৩৪। বাকি থাকা ৩টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪৩। সমসংখ্যক ম্যাচ খেলে রিয়াল কাশ্মীর আছে ৩২ পয়েন্টে। অর্থাত নিজেদের সব ম্য়াচ জিতলেও চেন্নাই এখনও তাদের আয়ত্বে নেই। ইস্টবেঙ্গল অপর পক্ষে চেন্নাইয়ের থেকে ২টি ম্যাচ কম খেলে ২৮ পয়েন্টে আছে। বাকি থাকা ৫টি ম্যাচ জিতলে লাল-হলুদের পয়েন্টও হবে ৪৩। তবে গোলপার্থক্যে চেন্নাই, কলকাতার ক্লাবের থেকে ৬ গোলে এগিয়ে আছে।

English summary
Neroca FC held Chennai City FC to a 3-3 draw in Imphal on Monday (11 Feb) by overturning a 3-0 deficit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X