For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড সফরে ভারতের মহিলা দল নিয়েও প্রশ্ন, আগ্রহ হারিয়েছেন রামন

Google Oneindia Bengali News

একটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজ খেলতে ২ জুন ইংল্যান্ড সফরে রওনা দেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই দল নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকলেও তা স্পষ্ট করা হয়নি বিসিসিআইয়ের তরফে। গতকাল রাতে এই দল ঘোষণা করা হয়। মহিলা ক্রিকেট দল নিয়ে আগ্রহ হারিয়েছেন সদ্যপ্রাক্তন কোচ ডব্লিউ ভি রামন।

রামনের টুইট

রামনের টুইট

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদ থেকে বৃহস্পতিবার অপসারিত হন ডব্লিউ ভি রামন। তাঁর স্থলাভিষিক্ত হন বিতর্কিত রমেশ পওয়ার। এই নিয়োগ নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। রামনের পক্ষেও যেমন কিছু কথা সামনে আসছে, তেমনই বিপক্ষ শিবির থেকেও বিভিন্ন দাবি করা হচ্ছে। ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে মদন লাল ও সুলক্ষণা নায়েকের উপস্থিতি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে বিসিসিআইকে। গতকাল এ কথাও জানা যায় রামন নাকি বিভিন্ন বিষয়ে আলোকপাত করে চিঠি দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান রাহুল দ্রাবিড়কে। এ বিষয়ে তিনজনের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও রামন রাতে টুইট করে লিখেছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলে কোচ হিসেবে আমার অধ্যায় শেষ হয়েছে। তাই মহিলা ক্রিকেটের বিষয়ে আর কিছু বলতে আমি আগ্রহী নই। একটা ঘড়ির বিজ্ঞাপনে বলা হতো, যদি তোমার কিছু আগ্রহ থাকে তাহলে তুমি সময়ও পাবে। আমার আগ্রহ না থাকলেও এখন প্রচুর সময় রয়েছে।

রাজেশ্বরী বাদ

রাজেশ্বরী বাদ

জানা গিয়েছে, ভারতীয় মহিলা ক্রিকেট দল নির্বাচন নিয়েও অসন্তোষ ছিল রামনের। যোগ্যকে বাদ দিয়ে স্বজনপোষণের অভিযোগও সামনে এসেছে কোচ নিয়ে বিতর্ক শুরুর পর। ইংল্যান্ডগামী দলে রাজেশ্বরী গায়কোয়াড়ের বাদ পড়ার কারণ জানানো হয়নি দল ঘোষণার সময়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ভারতের হয়ে ভালো বোলিং করেছিলেন। যদিও জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি চোট পেয়েছিলেন। যা পুরো সারেনি। মহিলাদের ওয়ান ডে টুর্নামেন্টে তিনি রেলওয়েজের হয়ে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি। সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে পুরো কোটা শেষ না করেই মাঠ ছাড়েন, ফাইনালেও খেলতে পারেননি। তার মধ্যেই গত মাসে তিনি করোনা আক্রান্ত হন। এখন বেঙ্গালুরুতে রয়েছেন। একদিকে চোট আর অন্যদিকে করোনাজনিত ক্লান্তি কাটিয়ে উঠতে না পারার কারণেই তিনি এই দলে সুযোগ পাননি।

কামব্যাক করলেন যাঁরা

কামব্যাক করলেন যাঁরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে-তে সুযোগ না পেলেও টি ২০ দলে ছিলেন শেফালি ভার্মা। তিনি তিন ফরম্যাটের দলেই রয়েছেন। একতা বিস্ত, শিখা পাণ্ডে ও তানিয়া ভাটিয়াকে প্রোটিয়াদের বিরুদ্ধে দলে নেওয়া হয়নি। তাঁরাও তিন ফরম্যাটের দলেই সুযোগ পেয়েছেন। ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ইন্দ্রাণী রায়েরও সব কিছু ঠিকঠাক থাকলে অভিষেক হবে ইংল্যান্ডে। মহিলাদের ওয়ান ডে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছিলেন ইন্দ্রাণী। ৮৬-র উপর স্ট্রাইক রেট ও ৭৬ গড় রেখে ৪৫৬ রান করেন। একমাত্র তিনিই এই টুর্নামেন্টে চারশোর উপর রান করেন। মনে করা হচ্ছে, টেস্টে তানিয়া ভাটিয়াকে সুযোগ দিয়ে সীমিত ওভারের সিরিজে খেলানো হবে রায়কে। রেলওয়েজের অফ স্পিন বোলিং অলরাউন্ডার স্নেহ রানা মহিলাদের ওয়ান ডে টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন। তাই তিনিও যাচ্ছেন ইংল্যান্ডে।

কবে কোথায় খেলা

কবে কোথায় খেলা

১৬ জুন থেকে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। ২৭ জুন সেখানেই প্রথম একদিনের আন্তর্জাতিক। দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে ৩০ জুন টনটনে। ৩ জুলাই শেষ ওয়ান ডে ওরসেস্টারে। ৯ জুলাই দিন-রাতের প্রথম টি ২০ নর্দান্টসে, ১১ জুলাই হোভে দ্বিতীয় টি ২০, দিন রাতের তৃতীয় টি ২০ ১৫ জুলাই চেমসফোর্ডে। এরপর ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডে খেলতে দেখা যাবে হরমনপ্রীত, মান্ধানা, শেফালিদের।

একজনরে ভারতীয় দল

একজনরে ভারতীয় দল

ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের দলে রয়েছেন মিতালি রাজ (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), পুণম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব।

ভারতের টি ২০ দলে রয়েছেন হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ, হরলীন দেওল, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, সিমরন দিল বাহাদুর।

English summary
Former India Women Coach WV Raman Says That I Have No Inclination To Talk About Women's Cricket As My Tenure Has Ended. Ramesh Powar Replaced Raman As The Head Coach Of The Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X