For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরেক রাহুলের টোটকাতেই সফল কেএল রাহুল! সাফল্য়ের স্বাদ পেয়ে বিতর্ককে বললেন আশীর্বাদ

কেএল রাহুল বলেন, অফ ফিল্ড বিতর্ক তাকে নম্র করেছে এবং এখন তিনি তার জাতীয় দলে সুযোগ পাওয়া কে আগের তুলনায় আরও বেশি মূল্য দিচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২টি টি২০আই ম্য়াচই হেরে সিরিজ খুইয়েছে ভারত। গোটা সিরিজে ভারতের জন্য ইতিবাচক দিক বলতে একমাত্র কে এল রাহুল। বিশাখাপত্তনমে ৩৬ বলে অর্ধশতরান করেছিলেন। আর বেঙ্গালুরুতে ২৬ বল খেলে থেমেছেন অর্ধশতরানের ৩ রান আগে। শুধু রান পাওয়াই নয় রাহুলকে ক্রিজে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে।

অথচ এক মাস আগেও পরিস্থিতিটা এরকম ছিল না। ২০১৮ সাল জুড়ে রানের জন্য হত্যে দিয়েছেন রাহুল। তারপর জানুয়ারির শুরুতেই মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে ক্রিকেট কেরিয়ারই প্রায় শেষ হতে বসেছিল। দল থেকে বাদ পড়েছিলেন। এই সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তিনি জানালেন মাঠের বাইরের সেই বিতর্ক এ অর্থে তাঁর জীবনে আশীর্বাদের মতো। জানালেন রাহুল দ্রাবিড়ের অবদান নিয়েও।

সাংবাদিক বৈঠক করবেন অমিত

সাংবাদিক বৈঠক করবেন অমিত

বিহারের পাটনায় এদিন সাংবাদিক সম্মেলন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

নম্র করল বিতর্ক

নম্র করল বিতর্ক

রাহুল জানিয়েছেন প্রত্যেকেরই খেলোয়াড় জীবন বা ব্যাক্তি জীবনে খারাপ সময় আসে। এটা ছিল তাঁর সেই খারাপ সময়। এই বিতর্ক তাঁকে নম্র করেছে। সব ভারতীয় ক্রিকেটারের মতোই ভারতের হয়ে খেলাটা তাঁরও বরাবরের স্বপ্ন ছিল। খাদের মুখ থেকে ফিরে এসে, এখন ভারতের হয়ে খেলার সুযোগটা তাঁর কাছে আগের থেকে আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে।

দিল্লির মঙ্গলপুরীতে আগুন

দিল্লির মঙ্গলপুরীতে আগুন

দিল্লির মঙ্গলপুরী এলাকায় এদিন সকালে আগুন লেগে প্রায় ৪০০ ঘরবাড়ি ভষ্মীভূত হয়েছে। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

আরেক রাহুলের অবদান

আরেক রাহুলের অবদান

মাঠের ভিতরে ফর্মে ফেরার জন্য রাহুল নাম করেছেন আরেক রাহুলের - ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাঁকে ভারত এ দলের হয়ে খেলতে পাঠানো হয়েছিল। কেএল জানিয়েছেন লিস্ট এ ক্রিকেটে চাপ কম থাকায় তিনি নিজের টেকনিক নিয়ে খাটতে পেরেছেন। সেই সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন দ্রাবিড়ের সঙ্গে। নিজের ব্য়াটিং নিয়ে কথা বলেছেন। আর লিস্ট এ ক্রিকেটের ৫টি ম্যাচে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

রাষ্ট্রদ্রোহী হার্দিক প্যাটেল?

রাষ্ট্রদ্রোহী হার্দিক প্যাটেল?

এক পুলিশকর্মীকে খুন করার হুমকি দেওয়ায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হল হার্দিক প্যাটেলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই হুমকি দিয়েছেন হার্দিক।

সাফল্যের স্বাদ

সাফল্যের স্বাদ

মাঠের খারাপ ফর্ম, মাঠের বাইরের বিতর্কের পর্ব কাটিয়ে অবশেষে দীর্ঘদিন বাদে সাফল্যের মুখ দেখেছেন। স্বাভাবিকভাবেই কেএল রাহুলের গলায় স্বস্তির সুর ধরা পড়েছে। তিনি জানিয়েছেন, সতীর্থদের কাছে ফিরতে পেরে, ভারতের নীল জার্সি গায়ে চাপিয়ে এই সাফল্য়ের স্বাদ তাঁকে খুশি করেছে।

মহিলা সুরক্ষায় বিশেষ বৈঠক

মহিলা সুরক্ষায় বিশেষ বৈঠক

মহিলা সুরক্ষা নিয়ে এদিন দিল্লি মন্ত্রিসভার বিশেষ সভা আয়োজিত হতে চলেছে। সম্প্রতি দিল্লিতে পরপর বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটায় তৎপর হয়ে উঠেছে আপ সরকার।

বিতর্ক এক অর্থে আশীর্বাদ

বিতর্ক এক অর্থে আশীর্বাদ

আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দিকেই বিতর্কে জড়ানোটা তাঁর কাছে এক অর্থে আশীর্বাদ হয়ে এসেছে বলে মনে করছেন তিনি। বিতর্কের ফলে তিনি নিজেকে বিশ্লেষণ করতে পেরেছেন। নিজের খেলা সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট হয়েছে। ক্রিকেটার হিসেবে নিজেকে তা বুঝতে পেরেছেন। ব্য়ক্তি হিসেবে নিজেকে বুঝতে পেরেছেন। আর এখান থেকে শুধুই সামনের দিকে তাকাতে চান, শুধুই উত্তরণ চান কেএল রাহুল।

বিতর্কে জেরবার সবচেয়ে বড় দুর্গা

বিতর্কে জেরবার সবচেয়ে বড় দুর্গা

এদিন সকালে দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমাটিকে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। পরে তা উন্মোচিত করে দেওয়া হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকী পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআরও করেছে কলকাতা পুলিশ।

আগামী আইপিএলে নতুন দুটি দল

আগামী আইপিএলে নতুন দুটি দল

আইপিএলের আগামী সংস্করণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের জায়গায় নতুন দুটি দলকে নেওয়া হবে। তবে মাত্র ২ বছরের জন্য কোন ফ্র্যাঞ্চাইজি রাজি হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

ধর্ষণে জড়ালেন অভিনেতা

ধর্ষণে জড়ালেন অভিনেতা

বলিউড অভিনেতা বিশাল ঠক্করের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনলেন এক যুবতী। মুম্বইয়ে বিশালের নামে মামলা দায়ের হয়েছে।

তিনদিন ব্যাঙ্ক বন্ধ

তিনদিন ব্যাঙ্ক বন্ধ

মনে রাখবেন, ২০-২২ অক্টোবর, এই তিনদিন বন্ধ থাকবে রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক। এমনকী এটিএমে টাকা তুলতেও সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

বিসিসিআই দফতরে শিবসেনার হামলা

বিসিসিআই দফতরে শিবসেনার হামলা

পাকিস্তানের সঙ্গে কোনওমতেই ক্রিকেট সিরিজ করা যাবে না, এই দাবিতে এদিন মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে হামলা চালাল শিবসেনা সদস্যরা। এদিন পাক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়র খানের সঙ্গে ভারত-পাক সিরিজ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের।

বিসিসিআই-পাক বোর্ডের পাশে মমতা

বিসিসিআই-পাক বোর্ডের পাশে মমতা

মুম্বইয়ে বিসিসিআই ও পাক ক্রিকেট বোর্ডের বৈঠক ভেস্তে যাওয়ায় তাদের কলকাতায় আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গুলাম আলির গজলের অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পরও একইভাবে পাশে দাঁড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

শিনা বোরা মামলায় ৫ রাজ্যে তল্লাশি

শিনা বোরা মামলায় ৫ রাজ্যে তল্লাশি

শিনা বোরা হত্যা মামলায় ৫টি রাজ্যের ৯টি জায়গায় এদিন তল্লাশি চালাল সিবিআই।

English summary
KL Rahul said that off Field controversy has humbled him and he now values his national cap more than ever. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X