For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিতের সমানে সমানে টক্কর, ইংল্যান্ড সিরিজে কে কাকে টেক্কা দেবেন?

বিরাট-রোহিতের সমানে সমানে টক্কর, ইংল্যান্ড সিরিজে কে কাকে টেক্কা দেবেন?

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে। যার আঙিনায় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এ সংক্রান্ত পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি অর্ধশতরান

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি অর্ধশতরান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্ধশতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। ভারতীয় দলের জার্সিতে ২০ ওভারের ফর্ম্যাটে ২৫ বার ৫০-এর গণ্ডি পেরিয়েছেন ভারত অধিনায়ক।

তালিকার দ্বিতীয় স্থানে রোহিত

তালিকার দ্বিতীয় স্থানে রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরান করা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। জাতীয় দলের জার্সিতে ২০ ওভারের ফর্ম্যাটে ২১ বার ৫০-এর গণ্ডি পেরিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অর্ধশতরানের সংখ্যায় বিরাটকে টপকে যাওয়ার সুযোগ পাবেন রোহিত।

শতরানে এগিয়ে রোহিত

শতরানে এগিয়ে রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। এই ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সিতে ১০৮টি ম্যাচ খেলে চারটি শতরান করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের সর্বোচ্চ স্কোর ১১৮।

শতরানে রোহিতের কাছে পৌঁছতে পারেন বিরাট

শতরানে রোহিতের কাছে পৌঁছতে পারেন বিরাট

অবাক লাগলেও সত্যি যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও শতরান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই সিরিজে শতরান সংখ্যায় রোহিতের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরার শিরোপা উঠতে পারে রোহিতের মাথায়ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরার শিরোপা উঠতে পারে রোহিতের মাথায়

English summary
Huge fight between Virat Kohli and Rohit Sharma in T20 series against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X