For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত ডাবলিন যাচ্ছে শুক্রবার, আয়ারল্যান্ডের টি ২০ সিরিজ দেখবেন কোন চ্যানেলে?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় টেস্ট দলের ক্রিকেটাররা কাল থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন। আবার কালই মুম্বইয়ে সমবেত হচ্ছে ভারতের টি ২০ আন্তর্জাতিক দল। ভিভিএস লক্ষ্মণের প্রশিক্ষণাধীন ও হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল ডাবলিন রওনা হবে শুক্রবার। ২৬ ও ২৮ জুন মালাহাইডে দুটি টি ২০ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

ভারত-আয়ারল্যান্ড সিরিজ কোন চ্যানেলে?

ভারতের টি ২০ দলে এমন ক্রিকেটাররা রয়েছেন যাঁরা আইপিএলের পর বিশ্রাম পাননি। খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক সিরিজে। আয়ারল্যান্ডে পরিবার নিয়ে কেউ যাচ্ছেন না বলেই বোর্ডসূত্রে খবর। জৈব সুরক্ষা বলয়ও উঠে গিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ভারতীয় দলের ক্রিকেটারদের তিন দিনের ছুটি দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে কাল মুম্বইয়ে আয়ারল্যান্ড সফরের দলে থাকা সকলে একত্রিত হবেন। এই প্রথম ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। গুজরাত টাইটান্সকে আবির্ভাবেই আইপিএল খেতাব জেতানো হার্দিকও দেশকে আয়ারল্যান্ডেই প্রথমবার নেতৃত্ব দেবেন।

বিগত আট মাসে অন্তত ছয় অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন ফরম্যাটে। তবে হার্দিকের দিকে বিশেষভাবে নজর রাখছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডে ভারত টেস্ট খেলবে ১ জুলাই থেকে। ৫ জুলাই টেস্ট শেষ হওয়ার কথা। তিন ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ শুরু ৭ জুলাই থেকে। ফলে লাল বল থেকে সাদা বলের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন না টেস্ট দলের ক্রিকেটাররা, যাঁরা সীমিত ওভারের দলেও খেলেন। আর সে কারণেই হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন যে দল আয়ারল্যান্ডে খেলবে সেই দলই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে বলে বোর্ডসূত্রে খবর।

ভারতে টি ২০ আন্তর্জাতিক ম্য়াচ সম্প্রচারিত হয় সন্ধ্যা সাতটা থেকে। আইপিএল আগে হতো রাত আটটা থেকে, স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করার পর সেই ম্যাচের সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু ভারত-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ দুটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯টা থেকে। খেলা শেষ হতে মাঝরাত পেরিয়ে যাবে। অন্তত রাত সাড়ে ১২টা অবধি খেলা চলার কথা। সোনি সিক্স, সোনি সিক্স এইচডি, সোনি টেন ৩ ও সোনি টেন ৩ এইচডি (হিন্দি) চ্যানেল, সোনি টেন ৪ ও সোনি টেন ৪ এইচডিতে (তামিল ও তেলুগু ভাষায়) এই সিরিজ সম্প্রচারিত হবে।

English summary
Know How To Watch India vs Ireland Two-Match T20I Series. Hardik Pandya-Led Team Will Fly To Dublin On Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X