For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হজমোলা ক্যান্ডির প্রতি ভালোবাসা, কীভাবে শর্ট বল সামলে স্বপ্নের টেস্ট অভিষেক শুভমন গিলের

হজমোলা ক্যান্ডির প্রতি ভালোবাসা, কীভাবে শর্ট বল সামলে স্বপ্নের টেস্ট অভিষেক শুভমন গিলের

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের অভিষেক শুভমান গিলের। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্কদের আগুনে বোলিং থেকে ঘাতক বাউন্সার আর শর্ট বল গুলো দারুণভাবে সামলে অনায়াসে রান করেছেন শুভমান। সিরিজ নির্ণায়ক চতুর্থ টেস্টে এই শুভমানই ৯১ রান হাঁকিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা নেন। সিরিজে ৩ ম্যাচ খেলে সংগ্রহে ২টি হাফ সেঞ্চুরি। ডানহাতি ওপেনারকেই এখন ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং' বলা হচ্ছে।

হজমোলা ক্যান্ডির প্রতি ভালোবাসা, কীভাবে শর্ট বল সামলে স্বপ্নের টেস্ট অভিষেক শুভমন গিলের

এবার ক্রিকেট নিয়ে শুভমানের সাধনার এক নমুনা পাওয়া গেল।কীভাবে এত ভালো শর্ট বল খেলেন শুভমন? ভারতীয় তরুণ তুর্কির কথায়, 'ছোটবেলা সিমেন্টের পিচে ভেজা টেনিস বলে কঠোর প্র্যাকটিস করতেন। তাছাড়া বাবা খাটিয়া পেতেও প্র্যাকটিস করাতেন। সেখানে বল বাউন্স খেয়ে গতি নিয়ে আসত। তাই ব্যাকফুট পাঞ্চ, স্কোয়ার কাট, হুক, পুল করতে তখন থেকেই প্রশিক্ষণ নিই। তবে অনেক সময় শরীরের ভেতরে আসা শর্ট বল খেলতে সমস্যা হতো। তাই শরীরকে একটু পিছনে নিয়ে গিয়ে ওই বলগুলো খেলতাম। এভাবেই শর্ট বল খেলা রপ্ত করেছি।'

এখানেই না থেমে শুভমান লজেন্সের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। হজমোলা ক্যান্ডি খেতে ভালোবাসতেন শুভমান। বাবা সেটা জানতেন বলেই পুরস্কারে চমক দিতেন। শুভমান জানিয়েছেন, 'গ্রামে এক বিশেষ ধরনের উইকেট পুঁতে খেলা হত। উইকেটগুলো আমার চেয়ে লম্বা থাকত। বাবার নির্দেশ ছিল যে আমাকে আউট করবে, সে ৫০ থেকে ১০০ টাকা পুরস্কার পাবে। কিন্তু ওরা কেউ আমাকে আউট করতে পারত না। ফলে শেষ পর্যন্ত টাকাগুলো আমি পেতাম। পরে সেই টাকা দিয়ে অনেক হজমোলা ক্যান্ডি খেতাম। আউট না হওয়ার ওটার পুরস্কার ছিল।'

English summary
How shubman gill prepared him for short ball from young age and success in Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X