For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসে চির শত্রু অস্ট্রেলিয়ার মুখোমুখি আয়োজক ইংল্যান্ড, অ্যাসেজ সুলভ উষ্ণতা

আদি অনন্তকাল ধরে চলে আসা শত্রুতা আরও একবার পূর্ণতা পেতে চলেছে ক্রিকেটের মক্কা লর্ডসে। ক্রিকেট বিশ্বকাপে আরও একবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার ধারে-ভারে দুই দলই কিন্তু প্রায় সমান সমান।

  • |
Google Oneindia Bengali News

আদি অনন্তকাল ধরে চলে আসা শত্রুতা আরও একবার পূর্ণতা পেতে চলেছে ক্রিকেটের মক্কা লর্ডসে। ক্রিকেট বিশ্বকাপে আরও একবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার ধারে-ভারে দুই দলই কিন্তু প্রায় সমান সমান। তাই লড়াই সমানে সমানে হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ ঘিরে অ্যাসেজ সুলভ উষ্ণতা ছড়িয়ে পড়েছে লন্ডন জুড়ে।

চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে অ্যারন ফিঞ্চ নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অন্যদিকে, আয়োজক ইংল্যান্ড সম পরিমাণ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় রয়েছেন চার নম্বরে। সেক্ষেত্রে চির শত্রুতা সরিয়ে রাখলেও, মঙ্গলবারের ম্যাচ যে যেনতেন প্রকারেণ জিততে চাইবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

তা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজদের কেরামতি দেখার পাত্র নন অজিরা। ইতিহাস সাক্ষী, শেষ মুহূর্ত পর্যন্ত নাছোড় লড়াই করে যাওয়ার অন্য নাম অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারানোর সুযোগ তো বটেই, সেই সঙ্গে এই ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি ফাইনালে সহজে পৌঁছে যেতে চাইছেন অজিরা।

কানহাইয়ার জামিনের শুনানি

কানহাইয়ার জামিনের শুনানি

আজ দিল্লি হাইকোর্ট জেএনইউ কাণ্ডে অভিযুক্ত কানহাইয়া কুমারের জামিনের আবেদন শুনবে।

কতবার বিশ্বকাপ

কতবার বিশ্বকাপ

পাঁচ বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছ। অন্যদিকে, ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের বিশ্বকাপের ভাঁড়ার কিন্তু শূণ্য।

তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

মুর্শিদাবাদের কান্দিতে অপহৃত বাম সমর্থিত নির্দল কাউন্সিলর ফিরে এসে সরাসরি তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করলেন। এই ঘটনায় জেলা পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতা তথা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত বিশ্বকাপে সাত বার মুখোমুখি হচ্ছে দুই দল। পাঁচ বার জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র দুই বার জিতেছে ইংল্যান্ড। তাই মঙ্গলবারের লড়াই জেতা ইয়ন মর্গ্য়ানের দলের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ।

জাঠ সংরক্ষণ নিয়ে আলোচনা

জাঠ সংরক্ষণ নিয়ে আলোচনা

জাঠ সংরক্ষণ নিয়ে আলোচনা করতে এদিন দিল্লি আসছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।

প্রস্তুতি ম্যাচ

প্রস্তুতি ম্যাচ

স্টিভ স্মিথের দুর্দান্ত শতরানের দৌলতে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

বিমানে মূত্রত্যাগ

বিমানে মূত্রত্যাগ

আরও মদ্যপান করতে চেয়ে না পেরে রাগের বশে বার্মিংহ্যাম থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মূত্রত্যাগ করলেন এক যাত্রী। জিনু আব্রাহাম নামে ওই ব্যক্তি রাগে ও নেশার ঘোরে এই কাণ্ড করেছেন বলে জানা গিয়েছে।

সেরা অস্ত্র

সেরা অস্ত্র

ব্যাটে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, বলে মিচেল স্টার্ক অজিদের সেরা অস্ত্র। অন্যদিকে, জো রুট, জনি বেয়ারস্টো, জোস বাটলার, ইয়ন মর্গ্যানের ব্যাটিং এবং জোফ্রা আর্চার, মার্ক উড, ক্রিজ ওকস সম্বলিত ইংল্যান্ডের বোলিং অ্যাটাককে সমীহ করছে বিশ্ব।

খালিদের আবেদন

খালিদের আবেদন

জেএনইউ কাণ্ডে অভিযুক্ত ছাত্র উমর খালিদ সহ বাকীরা আত্মসমর্পণ করতে চেয়ে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানাল।

সমস্যা

সমস্যা

টুর্নামেন্টে মিচেল স্টার্ক ছাড়া অস্ট্রেলিয়ার বাকি বোলারদের হতাশাজনক পারফরম্যান্স। অন্যদিকে, ওপেনার জেসন রয়ের চোটই ভাবাচ্ছে ইংল্যান্ড শিবিরকে।

সব আলোচনায় রাজি সরকার

সব আলোচনায় রাজি সরকার

জেএনইউ, রোহিত ভেমুলা, পাঠানকোট হামলা, জাঠ সংরক্ষণ সহ সব বিষয়েই আলোচনার জন্য তৈরি কেন্দ্র সরকার। একথা স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

নরেন্দ্র মোদীর আশা

নরেন্দ্র মোদীর আশা

এবারের বাজেট অধিবেশনে গঠনমূলক সমালোচনা হবে বলে দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বহুবার বিরোধীদের আক্রমণে সংসদের কাজ পণ্ড হয়েছে। সেটা মনে রেখেই এই উক্তি করেছেন মোদী।

কানহাইয়ার আবেদন স্থগিত

কানহাইয়ার আবেদন স্থগিত

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কানহাইয়া কুমারের জামিনের আবেদনের শুনানি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।

জয়া মামলার শুনানি শুরু

জয়া মামলার শুনানি শুরু

সম্পত্তি বহির্ভূত মামলায় এআইএডিএমকে নেত্রী জয়ললিতার বেকসুর খালাস হওয়ার রায়ের বিরুদ্ধে আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কর্ণাটক সরকার। সেই আবেদনের শুনানি শুরু হল। আগামী তিনদিন শুনানি চলতে পারে বলে জানা গিয়েছে।

মানহানির মামলা

মানহানির মামলা

পাতিয়ালা হাউস কোর্টে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে করা মানহানির মামলায় এদিন নিজে উপস্থিত হলেন অরুণ জেটলি। আগামী ৯ মার্চ এই মামলায় নিজের রায় শোনাবে আদালত।

English summary
Host England will face arch rival Australia in World Cup at Lords, Who will win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X