For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়ল হংকং, যোগ্যতা অর্জনে ব্যর্থ রিজওয়ানের UAE

Google Oneindia Bengali News

এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল হংকং। গতকাল আল আমিরাতে সংযুক্ত আরব আমিরশাহীকে ৮ উইকেটে হারিয়েছে নিজাকত খানের দল। যোগ্যতা অর্জন পর্বের খেলায় হংকং হারিয়েছে সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীকে। শেষ ম্যাচে হংকং পরাস্ত হলে কুয়েত চলে যেতে পারত মূলপর্বে।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়ল হংকং

এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকং তিনটি ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে, কিন্তু তাদের নেট রান রেট ০.৬৪১। সেখানে কুয়েত এবার চমক দেখিয়েছে। শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেওয়ায় তারা শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে, ৩ ম্যাতে ৪ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ১.৬২৭। ফলে হংকংয়ের কাছে হারের জন্যই তারা এশিয়া কাপের মূলপর্বে যেতে পারল না। ইউএই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রইল তিনে। সিঙ্গাপুর সব ম্যাচেই হেরেছে। এই নিয়ে চারবার এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করল হংকং। আইসিসি টি ২০ দলগত ক্রমতালিকায় তারা রয়েছে ২৩ নম্বরে। ২০০৪, ২০০৮ সালের পর ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপেও খেলেছিল হংকং। তবে এবারই প্রথমবার টি ২০ ফরম্যাটে এশিয়া কাপ খেলবে তারা।

গতকালের ম্যাচে টস জিতে সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। ১৯.৩ ওভারে সিপি রিজওয়ানের দল ১৪৭ রানে অল আউট হয়ে যায়। এহসান খান ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। আয়ুষ শুক্লা তিনটি এবং এজাজ খান নেন ২টি উইকেট। রিজওয়ান করেন সর্বাধিক ৪৯। জবাবে ২ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে হংকং। ওপেনার ইয়াসিম মুর্তাজা ৪৩ বলে ৫৮ রান করেন। অধিনায়ক নিজাকত খান করেন ৩৯। ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন বাবর হায়াত। হংকং জেতায় রিজওয়ান আর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ইউএইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন না।

যোগ্যতা অর্জন পর্বে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে হংকং। তাদের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে, দুবাইয়ে ৩১ অগাস্ট। এরপর ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে হংকং। অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সুপার ফোরে উঠছে। ফলে আপাতত আসন্ন এশিয়া কাপে দুটি ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া কার্যত নিশ্চিতই হয়ে গেল। ক্রিকেটপ্রেমীরা অবশ্য ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াই দেখতে চাইছেন।

এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে, বিজেপি-কংগ্রেস মেলবন্ধনে ভোটাভুটি এড়িয়ে কোন পদে কারা?এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে, বিজেপি-কংগ্রেস মেলবন্ধনে ভোটাভুটি এড়িয়ে কোন পদে কারা?

English summary
Hong Kong Beat UAE By 8 Wickets To Join India And Pakistan In Group A Of Asia Cup. India Will Face Hong Kong On August 31 In Dubai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X