For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: এশিয়া কাপের ইতিহাসে সেরা পাঁচ রান সংগ্রহকারী কারা, জেনে নিন

Asia Cup: এশিয়া কাপের ইতিহাসে সেরা পাঁচ রান সংগ্রহকারী কারা, জেনে নিন

Google Oneindia Bengali News

এশিয়া কাপ শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা মাত্র। টি-২০ বিশ্বকাপে নামার আগে অংশগ্রহণকারী প্রতিটা দেশ নিজেদের পূর্ণ শক্তি নিয়ে আসছে সংযুক্ত আরব আমিরশাহীতে। এশিয়া ক্রিকেটের সেরা প্রতিযোগীতা শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপের সর্বাকালের সেরা পাঁচ রান সংগ্রহকারী কারা।

সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা):

সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা):

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। ক্রিকেটের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান সনৎ। এশিয়া কাপে ২৫ ম্যাচে ৫৩.০৪ গড়ে ১২২০ রান করেছেন জয়সূর্য। এই প্রতিযোগীতায় তিনটি অর্ধ-শতরান এবং ছয়টি শতরান করেছেন সনৎ। এশিয়া কাপে এক ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ১৩০।

কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা):

কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা):

সনৎ জয়সূর্যের মতো এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি কুমার সঙ্গাকারা। দ্বীপরাষ্ট্রটির প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান এশিয়া কাপে খেলেছেন ২৬টি ম্যাচে। ২৬ ম্যাচে শ্রীলঙ্কা প্রাক্তন অধিনায়ক করেছেন ১০৭৫ রান। এশিয়া কাপে তাঁর গড় ৪৮.৮৬। এশিয়া কপে আটটি অর্ধ-শতরান এবং চারটি শতরান রয়েছে সঙ্গাকারার। এশিয়া কারে তাঁর এক ম্যাচে সর্বোচ্চ রান ১২১।

সচিন তেন্ডুলকর (ভারত):

সচিন তেন্ডুলকর (ভারত):

এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। এশিয়া কাপে ২৩ ম্যাচে ৫১.১০ গড়ে ৯৭১ রান করেছেন সচিন। দুইটি শতরান এবং সাতটি অর্ধ শতরান রয়েছে মাস্টারের এই প্রতিযোগীতায়। এই প্রতিযোগীতায় এক ম্যাচে সচিনের সর্বোচ্চ রান ১১৪।

শোয়েব মালিক (পাকিস্তান):

শোয়েব মালিক (পাকিস্তান):

পাকিস্তান ক্রিকেটের অন্যতম তারকা শোয়েব মালিক এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। এশিয়া কাপে সর্বকালের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান শোয়েব মালিক। ১৭ ম্যাচে ৭৮৬ রান মালিক করেছেন এই প্রতিযোগীতায়। তাঁর ব্যাটিং গড় ৬৫.৫০। তিনটি করে শতরান এবং তিনটি করে অর্ধ-শতরান তিনি করেছেন। এক ম্যাচে এই প্রতিযোগীতায় তাঁর সর্বোচ্চ রান ১৪৩।

রোহিত শর্মা (ভারত):

রোহিত শর্মা (ভারত):

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা রয়েছে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রকারীদের তালিকায় পঞ্চম স্থানে। ২২ ম্যাচে এশিয়া কাপে রোহিতের সংগ্রহ ৭৪৫ রান, তাঁর গড় ৪৬.৫৬। এশিয়া কাপে রোহিতের নামের পাশে রয়েছে ১টি শতরান এবং ৬টি অর্ধ-শতরান। এক ম্যাচে এশিয়া কাপে রোহিতের সর্বোচ্চ অপরাজিত ১১১ রান।

Asia Cup: এশিয়া কাপের ইতিহাসে সেরা পাঁচ রান সংগ্রহকারী কারা, জেনে নিনAsia Cup: এশিয়া কাপের ইতিহাসে সেরা পাঁচ রান সংগ্রহকারী কারা, জেনে নিন

English summary
Here is the list of top five most run scorer in the Asia Cup. Sachin Tendulkar and Rohit Sharma are in this list among Indians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X