For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫: এক নজরে ভারতীয় দল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
মুম্বই, ৪ ডিসেম্বর: আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপে কে কে খেলবন, সেই তালিকা ঘোষিত হল। বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআই কর্তারা দীর্ঘ বৈঠকে বসেন। শেষ পর্যন্ত ৩০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আনন্দের খবর হল, বাংলা থেকে জায়গা পেয়েছেন চারজন। এঁরা হলেন ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি ও মহম্মদ শামি। ২০১১ সালের বিশ্বকাপ দলের অনেকে বাদ পড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক, কেমন হল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের ভারতীয় দল!

১. মহেন্দ্র সিং ধোনি
২. বিরাট কোহলি
৩. শিখর ধাওয়ান
৪. রোহিত শর্মা
৫. এ রাহানে
৬. সুরেশ রায়না
৭. অম্বতী রায়ুডু
৮. রবীন্দ্র জাডেজা
৯. অক্ষর প্যাটেল
১০. আর অশ্বিন
১১. ভুবনেশ্বর কুমার
১২. মহম্মদ শামি
১৩. ঈশান্ত শর্মা
১৪. উমেশ যাদব
১৫. বরুণ অ্যারন
১৬. স্টুয়ার্ট বিন্নি
১৭. অমিত মিশ্র
১৮. রবীন উথাপ্পা
১৯. মনোজ তিওয়ারি
২০. অশোক দিন্দা
২১. কর্ণ শর্মা
২২. মুরলী বিজয়
২৩. ঋদ্ধিমান সাহা
২৪. কেদার যাদব
২৫. মোহিত শর্মা
২৬. মণীশ পাণ্ডে
২৭. সঞ্জু স্যামসন
২৮. ধাওয়াল কুলকার্নি
২৯. পারভেজ রসুল
৩০. কুলদীপ যাদব

২০১১ সালের যে বিশ্ব চ্যাম্পিয়নদের আগামী বিশ্বকাপে দেখা যাবে না, তাঁরা হলেন:

১. বীরেন্দ্র সেওয়াগ
২. গৌতম গম্ভীর
৩. জাহির খান
৪. হরভজন সিং
৫. যুবরাজ সিং
৬. মুনাফ প্যাটেল
৭. পীযূষ চাওলা
৮. শ্রীসন্ত (নির্বাসিত)
৯. ইউসুফ পাঠান
১০. আশিস নেহরা
১১. শচীন তেন্ডুলকর (অবসর নিয়েছেন)

২০১১ সালে বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা ছিলেন:

১. মহেন্দ্র সিং ধোনি
২. বীরেন্দ্র সেওয়াগ
৩. শচীন তেন্ডুলকর
৪. বিরাট কোহলি
৫. যুবরাজ সিং
৬. সুরেশ রায়না
৭. ইউসুফ পাঠান
৮. গৌতম গম্ভীর
৯. জাহির খান
১০. হরভজন সিং
১১. শ্রীসন্ত
১২. আশিস নেহরা
১৩. আর অশ্বিন
১৪. পীযূষ চাওলা
১৫. মুনাফ প্যাটেল

English summary
Here is India's squad for ICC World Cup 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X