For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Virat Kohli Birthday: এক নজরে দেখে নিন কোন কোন বিশ্ব রেকর্ড দখলে রয়েছে কোহলির

এক নজরে দেখে নিন কোন কোন বিশ্ব রেকর্ড দখলে রয়েছে কোহলির

Google Oneindia Bengali News

শনিবার (৫ নভেম্বর) ৩৪ বছর পূর্ণ করেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে গোটা দলের সঙ্গে টি ২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ায় থাকলেও ভারতীয় দলের অন্দরে সেলিব্রেট হয়েছে কোহলির জন্মদিন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ১২-এর শেষ ম্যাচে নামার আগে প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন সেলিব্রেট করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় সমর্থকেরাও। মেলবোর্নে ভারতীয় সমর্থকরা সেলিব্রেট করেন কোহলির জন্মদিন। এই প্রতিবেদনে জেনে নিন কোহলির এমন কিছু রেকর্ড যা এখনও অক্ষূন্য।

৭১টি আন্তর্জাতিক শতরান:

৭১টি আন্তর্জাতিক শতরান:

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান রয়েছে মহানক্ষত্র সচিন তেন্ডুলকরের। টেস্ট এবং ওডিআই ক্রিকেট মিলিয়ে ১০০টি শতরান করেছেন সচিন। সচিনের ধারে কাছে না থাকলেও বিরাট কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের বিচারে নিজে একটা সম্ভ্রম আদায় করে নেওয়ার মতো জায়গায় রয়েছেন। মোট ৪৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৭১টি শতরান পেয়েছেন বিরাট। সচিনের থেকে ২৯টি শতরান দূরে। অনেকেই মনে করেন শচিনের শততম শতরানের রেকর্ড ভেঙে দেবেন কোহলি।

কোহলির এমন কিছু রেকর্ড যা এখনও অক্ষূন্য:

কোহলির এমন কিছু রেকর্ড যা এখনও অক্ষূন্য:

বিশ্ব ক্রিকেটের এমন বহু রেকর্ড রয়েছে যা বিরাট কোহলির দখলে রয়েছে। যার মধ্যে অন্যতম টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে মহেলা জয়বর্ধনেকে ছাপিয়ে সর্বাধিক রানের মালিক কোহলি। ওডিআই ক্রিকেটে আট হাজার, নয় হাজার, দশ হাজার, এগারো হাজার এবং বারো হাজার রানে পৌঁছনোর ক্ষেত্রে দ্রুততম ব্যাটসম্যান তিনি। ৭টি টি-২০ সিরিজে প্রতিযোগীতার সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বিরাট। ১৫টি টি-২০ ম্যাচের সেরা ক্রিকেটার তিনি নির্বাচিত হয়েছেন। এই দুইটিই রেকর্ড। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটেও তিনি সর্বাধিক রানসংগ্রকারী। টি ২০'তে সর্বোচ্চ কেরিয়ার ব্যাটিং গড় রয়েছে কোহলির। টি ২০ ক্রিকেটে ৮১ ইনিংসে তিন হাজার রান পূর্ণ করেছেন তিনি, যা এখনও দ্রুততম। এক দলের বিরুদ্ধে সর্বাধিক ৯টি শতরান করার নজির রয়েছে বিরাটের। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি শতরান করেন। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে সর্বাধিক ৩৭টি অর্ধ-শতরান রয়েছে কোহলির। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৬৮ ম্যাচে মাঠে নেমেছেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৪০ ম্যাচ জয়ী অধিনায়ক বিরাট। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে সিরিজ জিতেছেন। সফলভাবে রান তাড়া করে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২৬টি শতরান করেছেন তিনি।

চলতি টি ২০ বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স:

চলতি টি ২০ বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স:

বিরাট কোহলির চওড়া ব্যাটে ভর করেই সুপার ১২ থেকে সেমিফাইনালে পা বাড়িয়ে রেখেছে ভারত। সুপার ১২-এ চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে অপরাজিত অর্ধ শতরান করেছেন বিরাট। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল সুপার ১২-এর শেষ ম্যাচ খেলবে, সেই ম্যাচেও গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিরাটের দিকে।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পরিসংখ্যান:

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পরিসংখ্যান:

এখনও পর্যন্ত ভারতের হয়ে ১০২টি টেস্টে ৮০৭৪ রান করেছেন কোহলি। এই ফরম্যাটে তাঁর শতরান রয়েছে ২৭টি, দ্বি-শতরান রয়েছে ৭টি এবং অর্ধশতরান রয়েছে ২৮টি। ৪৯.৫৩ গড়ে রান করেছেন কোহলি। অপর দিকে, ২৬২টি ওডিআই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ১২৩৪৪ রান। ৫৭.৬৮ গড়ে এই রান তুলেছেন তিনি। ওডিআই ফরম্যাটে কোহলির শতরান ৪৩টি এবং সর্বোচ্চ ১৮৩। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ১১৩ ম্যাচে ৩৯৩২ রান করেছেন কোহলি। ১টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। ৫৩.১৪ গড়ে এবং ১৩৮.৪৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি।

English summary
Here are the few records that Virat Kohli Holds. Have a look on those.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X