For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে রাজস্থানকে

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয় করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয় করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। দলে কোনও পরিবর্তন আনেননি অশ্বিন।

গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে রাজস্থানকে

তবে, পঞ্জাব কোনও পরিবর্তন না আনলও প্রথম একাদশে পরিবর্তন এনেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

দু'টি দলই নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে। রাজস্থান রয়্যালস হেরেছে দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

অন্য দিকে কিংস ইলেভেন পঞ্জাব হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। তবে, দু'টি ম্যাচ হারলেও সুবিধাজনক জায়গায় রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পঞ্জাব। ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে প্রীতি জিন্টার দল।

অপর দিকে, সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্য়ালসের ৬। ফলে, এই ম্যাচে জয় পাওয়াটা রাজস্থান রয়্যালসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে প্লে অফের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে যাবে দু'বছর নির্বাসন কাটিয়ে আইপিএলের মূল পর্বে ফেরা রাজস্থান রয়্যালস।

পাশাপাশি, কিংস ইলেভেন পঞ্জাব চাইবে এই ম্যাচ জিতে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে। এখন দেখার এই ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কোন দল।

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দুই দলের প্রথম একাদশ

কিংস ইলেভেন পঞ্জাব:

কেএল রাহুল, ক্রিস গেইল, করুণ নায়ার, মায়াঙ্ক আগারওয়াল, মার্কস স্টইনিস, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান

রাজস্থান রয়্যালস:

জস বাটলার, ডি'আরসি শর্ট, অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রে আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, অনুরীত সিং

English summary
Kings Eleven Punjab won the toss and selected to bowl first. The match is very important from the point of view of both teams. Punjab skipper know this very well and according to this pitch the dicission is perfect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X