For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা বনাম মুম্বই ম্য়াচে সুযোগ পেতে পারেন কারা, জেনে নিন

মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই টিম সূত্রে খবর, এই ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন মুম্বইয়ের। অন্য দিকে, জয়ের জন্য মরিয়া কলকাতাও।

কলকাতা বনাম মুম্বই ম্য়াচে সুযোগ পেতে পারেন কারা, জেনে নিন

[আরও পড়ুন: পুরনো ইতিহাস ভুলে ওয়াংখেড়েতে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে কেকেআর][আরও পড়ুন: পুরনো ইতিহাস ভুলে ওয়াংখেড়েতে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে কেকেআর]

ফল এই পরস্থিতিতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে যেই জিতবে সেই এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৯টি ম্যাচ খেলেছে কলকাতা। তার মধ্যে জয় এসেছে পাঁচটি ম্যাচ, হার চারটিতেই। নয় ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে দীনেশ কার্তিকের দল। তবে, প্লে অফেরে রাস্তা পাকা করতে এখনও কম করে ছয় পয়েন্ট প্রয়োজন কেকেআরের।

অর্থৎ পরবর্তী পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্য়াচে জয় প্রয়োজন। মুম্বইকে আজ যদি তাদের ঘরের মাঠে হারাতে পারে কেকেআর, তাহলে প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে শাহরুখ খানের দলের কাছে।

অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এখন প্রতিটি ম্যাচই মাস্ট উইন। কেকেআর এর সমসংখ্যক ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে মুম্বই। হার ছয়টি ম্যাচে। ৯ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমস্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৮ আইপিএলের প্লে অফে পৌছতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না রোহিত শর্মার দলের।

এই পরিস্থিতিতে ওয়াংখেড়ে থেকে জয় তুলে নিতে মরিয়া দুই দল।
মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কলকাতার বিরুদ্ধে প্রথম একাদশে একটি পরিবর্তন আনতে চাইছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। বোলিং ইউনিটকে শক্তিশালী করতে এই ম্যাচে বেন কার্টিংয়ের পরিবর্তে মুম্বইয়ের প্রথম একাদশে ফিরতে মুস্তাফিজুর রহমান।

অন্য দিকে, মুম্বই দলে পরিবর্তন আনলেও কেকেআর চাইছে না নিজেদের দলে বিশেষ কোনও বদল আনতে। তবে, নীতিশ রানার চোট কাটিয়ে ওঠা, ফের একবার টিম কম্বিনশন নিয়ে ভাবতে বাধ্য করছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক।

এক নজেরে দেখে নেওয়া যাক এই ম্যাচে দুই দলের সম্ভব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স:

সুনীল নারিন, ক্রিস লিন, রিঙ্কু সিং, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, শুভমন গিল, আন্দ্রে রাসেল, শিভম মাভি, পিযূষ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব

মুম্বই ইন্ডিয়ান্স:

সূর্যকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জেপি ডুমিনি, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকলানেঘান, মায়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা

English summary
Mumbai Indians will face Kolkata Knight Riders in their home ground. The game is must win for MI. They can make a change in their first eleven also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X