For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে সেরা পাঁচটি পার্টনারশিপ তৈরি হয়েছিল এই তারকাদের মধ্যে, দেখে নিন

প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে সেরা পাঁচটি পার্টনারশিপ তৈরি হয়েছিল এই তারকাদের মধ্যে, দেখে নিন

Google Oneindia Bengali News

দীর্ঘ দু'বছর পর করোনার চোখ রাঙানি কাটিয়ে ফের শুরু হয়েছে রঞ্জি ট্রফি। রঞ্জির দ্বিতীয় দিনই জাতীয় রেকর্ড তৈরি করলেন বিহারের তরুণ ব্যাটসম্যান সাকিবুর গণি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে ত্রি-শতরান করে গড়েছেন বিশ্ব রেকর্ড। একই সঙ্গে চতুর্থ উইকেটে বাবুল কুমারের সঙ্গে ৫৩৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এক নজরে দেখে নিন বিশ্ব ক্রিকেটে প্রথম শ্রেণির ইতিহাসে সেরা পাঁচটি পার্টনারশিপ।

বিজয় হাজারে এবং গুল মহম্মদ (৫৭৭ রান), রঞ্জি ট্রফি (১৯৪৬/৪৭):

বিজয় হাজারে এবং গুল মহম্মদ (৫৭৭ রান), রঞ্জি ট্রফি (১৯৪৬/৪৭):

প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৫৭৭ রানের পার্টনারশিপ তৈরি হয়েছিল। ১৯৪৬/৪৭ রঞ্জি ট্রফিতে হোলকারের বিরুদ্ধে বরোদার হয়ে চতুর্থ উইকেটে ৫৭৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন বিজয় হাজারে এবং গুল মহম্মাদ। বিজয় হাজারে করেছিলেন ২৮৮ রান এবং গুল মহম্মদ করেছিলেন ৩১৯ রান।

সি এল ওয়ালকট এবং এফ এম এম ওরেল (৫৭৪ রান), ওয়েস্ট ইন্ডিজ ঘরোয়া ক্রিকেট (১৯৪৫/৪৬):

সি এল ওয়ালকট এবং এফ এম এম ওরেল (৫৭৪ রান), ওয়েস্ট ইন্ডিজ ঘরোয়া ক্রিকেট (১৯৪৫/৪৬):

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদের বিরুদ্ধে বার্বাডোজের হয়ে চতুর্থ উইকেটে ৫৭৪ রানের পার্টনারশিপ গড়েন ওয়ালকট এবং ওরেল। ওয়ালকট করেছিলেন ৩১৪ রান এবং ওরেল করেছিলেন ২৫৫ রান।

রবীন্দ্র জাডেজা এবং জোগিয়ানি (৫৩৯ রান), রঞ্জি ট্রফি (২০১২/১৩):

রবীন্দ্র জাডেজা এবং জোগিয়ানি (৫৩৯ রান), রঞ্জি ট্রফি (২০১২/১৩):

২০১২/১৩ মরসুমে গুজরাতের বিরুদ্ধে চতুর্থ উইকেটে ৫৩৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন জাডেজা এবং জোগিয়ানি। জাডেজা করেছিলেন ৩০৩ রান, জোগিয়ানির ব্যাট থেকে এসেছিল ২৮২ রান।

সাকিবুল গণি এবং বাবুল কুমার (৫৩৯ রান), রঞ্জি ট্রফি (২০২২):

সাকিবুল গণি এবং বাবুল কুমার (৫৩৯ রান), রঞ্জি ট্রফি (২০২২):

চলতি রঞ্জি ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে চতুর্থ উইকেটে ৫৩৯ রানের ইনিংস খেলেন গণি এবং বাবুল। গণির ব্যাট থেকে এসেছিল ৩৪১ রান এবং বাবুল কুমার অপরাজিত ছিলেন ২২৯ রান।

রবীন্দ্র জাডেজা এবং চেতেশ্বর পূজারা (৫২০ রান), রঞ্জি ট্রফি (২০০৮/০৯):

রবীন্দ্র জাডেজা এবং চেতেশ্বর পূজারা (৫২০ রান), রঞ্জি ট্রফি (২০০৮/০৯):

ওড়িশার বিরুদ্ধে ২০০৮ রঞ্জি ট্রফিতে ৫২০ রানের পার্টনারশিপ গড়েছিলেন জাডেজা এবং পূজারা। জাডেজা করেছিলেন ২৩২ রান এবং পূজারা করেছিলেন ৩০২ রান।

English summary
There are many partnership in forth wicket in Domestic crickets have made which can make you astonished. Have a look on top 5 such pertnerships.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X