For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহাসিক জয়ের দিন একাধিক নজির গড়ল বাংলাদেশ, দেখে নিন এক ঝলকে

ঐতিহাসিক জয়ের দিন একাধিক নজির গড়ল বাংলাদেশ, দেখে নিন এক ঝলকে

Google Oneindia Bengali News

টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড'কে হারিয়ে বছরের শুরুতেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ। তাদের জয়ে ক্রিকেটপ্রেমী'রা যেমন বিস্মিত, তেমনই খুশি। আইসিসি'র ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে প্রায় তলানিতে (নবম স্থান) থাকা দলের এই দাপুটে জয়ের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচও আরও বেশ কিছু নজির তৈরি হয়েছে। এক নজরে দেখে নিন কী বলেছ পরিসংখ্যান।

এক দশকে প্রথম এশীয় দেশ হিসেবে নজির:

এক দশকে প্রথম এশীয় দেশ হিসেবে নজির:

২০১১ সালের পর পর এশিয়ার প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ২০১১ সালে শেষ বার কিউয়িদের তাদেরই মাঠে হারিয়েছিল পাকিস্তান। ২০১১ এর পর ঘরের মাঠে এশিয়ার দলগুলির বিরুদ্ধে ২১টি টেস্টে অপরাজিত ছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়:

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়:

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মাটিতে যে কোনও ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগে ৩২টি ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। প্রথম বার ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। ১৮ ডিসেম্বর কিউয়ি'দের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস সহ ৫২ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিজয় রথে রাশ:

নিউজিল্যান্ডের বিজয় রথে রাশ:

বাংলাদেশের বিরুদ্ধে এই হার থমকে দিল নিউজিল্যান্ডের বিজয় রথ। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে হারের পর থেকে এই ম্যাচের আগে পর্যন্ত ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হায়নি নিউজিল্যান্ড'কে। টানা ১৭টি ম্যাচে অপরাজেয় ছিল কিউয়ি'রা।

বিদেশের মাটিতে পঞ্চম টেস্ট জয়:

বিদেশের মাটিতে পঞ্চম টেস্ট জয়:

২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল বাংলাদেশের। ২১ বছর এই নিয়ে পঞ্চমবার বিদেশের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ'কে একবার, জিম্বাবয়ে'র বিরুদ্ধে দু'বার, শ্রীলঙ্কা'র বিরুদ্ধে এক বার সফররত বাংলাদেশ দল টেস্ট জিতেছিল।

বাংলাদেশ পেস ব্যাটারির দাপট:

বাংলাদেশ পেস ব্যাটারির দাপট:

বে ওভারে দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন বাংলাদেশের পেসাররা। এর আগে কখনও একই টেস্টে এত উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশের পেস ব্যাটারি। ২০১৩ সালে হারারে'তে জিম্বাবয়ের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে সর্বমোট ১১টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বে ওভালে নেওয়া ১৩টি উইকেটের মধ্যে ৯টি উইকেট এসেছে দ্বিতীয় ইনিংসে। এই ১৩টি উইকেটের মধ্যে ৭টি উইকেশ পেয়েছেন ম্যাচের সেরা ইবাদত হোসেন, ৩টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং সইফুল ইসলাম।

English summary
Apart from scripting the historical test win, Bangladesh creates many records and also achieve some feats that even not achieved by powerhouse cricket teams of the world. Have a look on the achievements of Bangladesh team against New Zealand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X