For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: জিম্বাবোয়ে-বাংলাদেশ ম্যাচের ডেলিভরি নাটকীয় ভাবে 'নো বল', দেখুন ভিডিও

ভিডিও: জিম্বাবোয়ে-বাংলাদেশ ম্যাচের ডেলিভরি নাটকীয় ভাবে 'নো বল', দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

বহু বিশ্বকাপ অতীতে গিয়েছে এবং বহু বিশ্বকাপ আসবে, কিন্তু ২০২২ টি-২০ বিশ্বকাপ বহু বছর ক্রিকেটপ্রেমীদের মনে রয়ে যাবে। শুধু একটি কোনও কারণে নয়, একাধিক কারণে। নিঃসন্দেহে প্রথম কারণ আবহাওয়ার নিজস্ব অঙ্গুলি হেলন। যে ভাবে একাধিক ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে বৃষ্টি তা নজিরবিহীন। এ বারের টি-২০ বিশ্বকাপে বৃষ্টির কারণে যতগুলো ম্যাচ পরিত্যক্ত হয়েছে বা ওভার কমে গিয়েছে বা মাঝ পথে পরিত্যক্ত হয়েছে তা এর আগে কোনও বিশ্বকাপে হয়েছে কি না তা দেখতে পরিসংখ্যানবীদদেরও সময় লাবে, এবং দ্বিতীয় কারণটি প্রতি ম্যাচ শেষ মুহূর্তে আরও রোমাঞ্চকর হয়ে ওঠা। রবিবার সুপার ১২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং জিম্বাবোয়ে, এই ম্যাচটিও তার ব্যতিক্রম নয়। ভরপুর উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত।

ভিডিও: জিম্বাবোয়ে-বাংলাদেশ ম্যাচের ডেলিভরি নাটকীয় ভাবে নো বল, দেখুন ভিডিও

বাংলাদেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। শেষ ওভারের বাংলাদেশের হয়ে বোলিং করেন মোসাদ্দেক হোসেন। ওভারের প্রথম বলে সিঙ্গল নেন রায়ান ব্রুল। দ্বিতীয় বলে বাউন্ডারি লাইন ক্লিয়ার করতে গিয়ে আউট হন ব্র্যাড ইভানস। ৪ বলে জয়ের জন্য তখন জিম্বাবোয়ের প্রয়োজন ১৫ রান। এই পরিস্থিতিতে নতুন আসা ব্যাটসম্যান রিচার্ড নাগারেভ ম্যাচে প্রাণ এনে দেন প্রথম বলে চার এবং দ্বিতীয় বলে ছয় মেরে। ওভারের পঞ্চম বলে স্ট্যাম্প হন নাগারেভ। জিম্বাবোয়ের জয়ের জন্য তখন প্রয়োজন ১ বলে ৫ রান। শেষ বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে স্ট্যাম্প হন ব্লেসিং মুজারাবানি। জয়ের জন্য উৎসব তখন সবে শুরু করেছে বাংলাদেশ কিন্তু সেই বলকে নো ঘোষণা করেন আম্পায়ার। আম্পায়ার জানান বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান স্টাম্পের একটু আগে থেকে বল সংগ্রহ করেছেন। দীর্ঘ আলোচনার পর থার্ড আম্পায়ার মুজারাবানি'কে নট আউট ঘোষণা করেন। হঠাৎ করেই আরও একটি বল খেলার সুযোগ চলে আসে জিম্বাবোয়ের সামনে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ কারণ নো বলের ফলে শেষ যে বলটি খেলার সুযোগ মুজারাবানি পেয়েছিলেন তা তিনি মিস করেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সুপার ১২-এ তিন ম্যাচের মধ্যে দু'টিতে জিতেছে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ। তিন ম্যাচে একটি জিতে ২ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে চতুর্থ স্থানে।

English summary
Have a look on the no ball drama on the final delivery of Zimbabwe vs Bangladesh match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X