শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানালেন হাসিন
ভারতীয় দলের ক্রিকেটার বলে নিজেকে শক্তিশালী মনে করেন মহম্মদ শামি। বললেন তাঁর স্ত্রী হাসিন জাহান। অবশেষে আদালত মহম্মদ শামির বিরুদ্ধে রায় দেওয়ায় দেশের বিচার ব্যবস্থাকে ধন্যবাদও জানিয়েছেন হাসিন জাহান। কী বললেন তিনি, একবার চোখ বুলিয়ে নিন।

শামির বিরুদ্ধে পরোয়ানা
সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে যখন ব্যস্ত ছিলেন ফাস্ট বোলার মহম্মদ শামি, ঠিক সেই সময় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুর আদালত। ওই ক্রিকেটারকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। শামির ভাইয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

হাসিনের আবেদন
মঙ্গলবার আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। জামিনের সময়সীমা শেষ হওয়া সত্ত্বেও কেন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে না, বিচারককে প্রশ্ন করেন হাসিন। শামি ও তাঁর পরিবারের তরফে তিনি নিজের প্রাণহানির আশঙ্কা করছেন বলেও আদালতে জানান হাসিন জাহান।

রায় বেরনোর পর
আলিপুর আদালত মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ান হাসিন জাহান। প্রধানমন্ত্রীকে বারবার অভিযোগ জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি বলে দাবি মহম্মদ শামির স্ত্রীর। হাসিনের অভিযোগ, শামি ক্রিকেটার বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধেও কি কোন ব্যবস্থা নেওয়া হবে না, প্রশ্ন তোলেন হাসিন।

মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষুব্ধ
মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও তাঁকে খুব একটা পাত্তা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই চটে যান হাসিন জাহান। তাঁর প্রশ্ন, তিনি কী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন? মমতা বন্দ্যোপাধ্যায় কী তাঁরও মুখ্যমন্ত্রী নন? তাঁর কী শান্তিতে বাঁচার কোনও অধিকার নেই? উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে হেনস্থা করে বলেও অভিযোগ হাসিনের।

বিচার ব্য়বস্থাকে ধন্যবাদ
ভারতীয় দলের ক্রিকেটার বলে নিজেকে শক্তিশালী মনে করেন মহম্মদ শামি। বললেন তাঁর স্ত্রী হাসিন জাহান। অবশেষে আদালত মহম্মদ শামির বিরুদ্ধে রায় দেওয়ায় দেশের বিচার ব্যবস্থাকে ধন্যবাদও জানিয়েছেন হাসিন জাহান।