For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতদের বিরুদ্ধে টেস্টে পূর্ণশক্তির দল পেলেন না দিমুথ, শ্রীলঙ্কা সিরিজে ভারতের ট্র্যাক রেকর্ড চমকপ্রদ

Google Oneindia Bengali News

লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রোহিত শর্মার ভারত। শনি ও রবিবার বাকি দুটি ম্যাচ ধরমশালায়। তারপরই ৪ মার্চ থেকে প্রথম টেস্ট বেঙ্গালুরুতে। তারপর বেঙ্গালুরুতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজেও পূর্ণশক্তির দল নামাতে পারল না শ্রীলঙ্কা।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পূর্ণশক্তির দল নেই শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকমণ্ডলী ভারত সফরে দুই টেস্টের সিরিজের জন্য ১৮ সদস্যের দল বেছে নেওয়ার পর তা অনুমোদন করেছেন সে দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষ। ওয়ানিন্দু হাসারঙ্গা করোনা আক্রান্ত হয়েছিলেন অস্ট্রেলিয়াতেই। তিনি সরাসরি দেশে ফিরছেন। মিস্ট্রি স্পিনার মহীশ থিক্ষণাও ও ব্যাটার কুশল মেন্ডিস অস্ট্রেলিয়ায় টি ২০ সিরিজের শেষ ম্য়াচে হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তাঁরা ভারতে এলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি। দুজনেই টি ২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। থিক্ষণাকেও দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পূর্ণশক্তির দল নেই শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার যে দল ঘোষণা করা হয়েছে তাতে নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। সহ অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ফিট থাকলে টেস্ট সিরিজে খেলবেন কুশল মেন্ডিস। যদিও এই দলে নাম থাকলেও চোটের কারণে খেলতে পারবেন না রমেশ মেন্ডিস। ঘোষিত দল এরকম- দিমুথ করুণারত্নে (অধিনায়ক), পাথুম নিসঙ্কা, লাহিরু থিরিমানে, ধনঞ্জয় ডি সিলভা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস (ফিট হলে খেলবেন), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্দিমল, চরিথ আসালঙ্কা, নিরোশন ডিকওয়েলা, চামিকা করুণারত্নে, রমেশ মেন্ডিস (চোটের কারণে খেলতে পারবেন না), লাহিরু কুমারা, সুরঙ্গা লকমল, দুষ্মন্ত চামিরা, বিশ্ব ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা ও লসিথ এম্বুলডেনিয়া।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পূর্ণশক্তির দল নেই শ্রীলঙ্কার

২০০৮ সালে দেশের মাটিতে ভারতকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল শ্রীলঙ্কা। তারপর থেকে আর কোনও টেস্ট সিরিজে ভারতকে পরাস্ত করেনি তারা। ২০০৯-১০ মরশুমে ভারত সফরে এসে শ্রীলঙ্কা তিন টেস্টের সিরিজে ০-২ ব্যবধানে হেরে ফিরেছিল। ২০১০ সালে ভারত শ্রীলঙ্কায় গিয়ে তিন টেস্টের সিরিজ ১-১ ড্র করে। ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারত তিন টেস্টের সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের সিরিজের তিনটিতেই জিতেছিল ভারত।

২০১৭-১৮ মরশুমে ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা তিন টেস্টের সিরিজ খেলতে, ভারত ১-০ ব্যবধানে সিরিজ জেতে। কলকাতায় প্রথম টেস্ট ড্র হয়েছিল। নাগপুরে ভারত জেতে ইনিংস ও ২৩৯ রানে। দিল্লিতে তৃতীয় টেস্টও ড্র হয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথমবার দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে।

English summary
Hasaranga And Theekshana Not Included In Sri Lanka's Test Squad For India Series. Sri Lanka Did Not Win Test Series Against India Since 2008.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X